জেলাদেশরাজ্য

হিন্দু ভোট বাড়ন্ত ! ইসকন ও মাহেশের রথ টানবেন মমতা…..

ভোট বড় বালাই! হিন্দু ভোট ব্যাঙ্কের ভাঙন ঠেকাতে এবার জগন্নাথ দেবের স্মরণাপন্ন দিদি। রথযাত্রার দিনে জোড়া রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় নিজের ঘরে বসে একথা জানিয়েছেন তিনি। ৪ জুলাই রথযাত্রা। পুরীর সঙ্গে পেরে না উঠলেও, বাংলায়ও অনেক জায়গায় রথযাত্রার আসর বসে বেশ জাঁকজমকের সঙ্গে। ইসকন ও মাহেশের রথ তাদের মধ্যে অন্যতম।‌ হুগলী জেলার মাহেশের রথযাত্রা আবার শতাব্দী প্রাচীন। তাই হিন্দু ভোটব্যাঙ্ক ফিরে পেতে রথের রশিতেই ভরসা করছেন মুখ্যমন্ত্রী। মাহেশের রথ টানতে যাওয়ার আরও একটি অন্যতম কারণ রয়েছে তৃণমূল নেত্রীর। এবারের লোকসভা ভোটে হুগলি জেলায় শোচনীয় ফল করেছে তৃণমূল। হুগলি লোকসভায় রত্না দে নাগের মতো দশ বছরের সাংসদকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। আরামবাগ লোকসভা আবার মাত্র ১১৪২ ভোটে জিতে নিয়েছেন তৃণমূল সাংসদ অপূর্ব পোদ্দার। আবার শ্রীরামপুর লোকসভা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয়ী হলেও দুটি বিধানসভায় থাকে হারের মুখ দেখতে হয়েছে তাঁকে। এমতাবস্থায় হুগলি জেলার রথযাত্রা অংশ নিয়ে কিছুটা হলেও হিন্দু ভোটারদের মন ফিরে পেতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এই ট্রেন্ড বজায় থাকলে ২০২১ সালের বিধানসভা ভোটেও মুখ থুবড়ে পড়বে তৃণমূল কংগ্রেসকে। ৪ জুলাই ১টার সময় কলকাতায় ইসকনের রথ টানবেন মমতা, বিকেল তিনটেয় মাহেশে হাজির হবেন তিনি। সঙ্গে থাকবেন পর্যটন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “মাহেশের প্রধান পুরোহিত বাড়িতে এসে আমাকে আমন্ত্রণ জানিয়ে গিয়েছেন। তাই আমাকে যেতেই হবে।”

Comment here