জেলাদেশরাজ্য

স্কুল শিক্ষকদের জন্য সুখবর, ফের শুরু হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার……

ভোট শেষ হতেই থমকে তাকা সমস্ত প্রক্রিয়া শুরু করছে রাজ্য সরকার ৷ শিক্ষক নিয়োগ দ্রুত শেষ করতে উদ্যোগ নেওয়ার সঙ্গে সঙ্গে কর্মরত শিক্ষকদের থমকে থাকা বদলি প্রক্রিয়ায়ও শুরু করল স্কুল সার্ভিস কমিশন ৷

ফের শুরু হচ্ছে শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার ৷ চালু হচ্ছে বিশেষ ও প্রশাসনিক ক্ষেত্রে বদলিও ৷ বাড়ি থেকে দূরে বা অন্য কোনও অক্ষমতার কারণ দেখিয়ে নিজেদের মধ্যে এবার থেকে ফের মিউচুয়াল ট্রান্সফার চাইতে পারবেন স্কুল শিক্ষকেরা ৷ গত বছরের শেষে দাড়িভিটকাণ্ডের পর থেকে বন্ধ ছিল এধরনের বদলি ৷ ফের এই প্রক্রিয়া চালু করল স্কুল সার্ভিস কমিশন

Comment here