একাধিক রাজনৈতিক ইস্যুতে সোশ্যাল মিডিয়াকে সতর্ক ব্যবহারের কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক স্বার্থে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিজেপি অপপ্রচার চালাচ্ছে বলেও একাধিকবার অভিযোগ করেছেন তিনি। তাই রবিবার আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া দিবসে টুইটে মমতা লিখেছেন, সোশ্যাল মিডিয়াকে সবসময় মানবতার স্বার্থে ব্যবহার করা উচিত।
অপপ্রচার এবং ভুয়ো খবর প্রচারের জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার একেবারেই করা উচিত নয় বলে টুইটে লিখেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য যে লোকসভা ভোটের আগে এই সোশ্যাল মিডিয়ায় প্রচার ঘিরেই উত্তাল হয়েছিলো রাজ্য রাজনীতি।
তিনি অভিযোগ করেছিলেন পশ্চিমবঙ্গের ভাবমূর্তি ক্ষুন্ন করার কারণেই বিজেপি সোশ্যাল মিডিয়ায় রাজ্যের অপপ্রচার চালাচ্ছে। রাজ্যের আইনশৃঙ্খলা অবনতি নিয়ে মিথ্যে প্রচার চালানো হচ্ছে। সাম্প্রদায়িকতা তৈরি করে ভেদাভেদের রাজনীতি তৈরি করছে বিজেপি। তবে বরাবরই তিনি সোশ্যাল মিডিয়াকে সুস্বার্থে ব্যবহার করার পক্ষপাতি। তাই বিশ্ব সোশ্যাল মিডিয়া দিবসে আবারও সেই বার্তাই দিলেন তিনি।
Comment here