সারদাকাণ্ডে চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থা৷ একই ঘটনায় প্রোডিউসার শিবাজি পাঁজাকেও সমন পাঠানো হয়েছে৷ চলতি সপ্তাহের মধ্যেই তাঁদের হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন সিবিআই আধিকারিকরা৷ সারদা চিটফান্ড মামলায় একে একে রাজ্যের বহু প্রভাবশালী নেতৃত্বের নাম উঠে এসেছে৷ সংস্থার অধিকর্তা সুদীপ্ত সেন এবং তাঁর ডেপুটি দেবযানি মুখোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়ে অন্যান্যদের খোঁজ করতে গিয়ে বেশ কয়েকজন রাঘববোয়ালের নাম হাতে এসেছে সিবিআইয়ের৷
তৃণমূলের কয়েকজন নেতা, মন্ত্রী ছাড়াও নাম জড়িয়েছে রাজ্যের বিশিষ্টজনদের৷ তাঁদেরই মধ্যে একজন তৃণমূল ঘনিষ্ট চিত্রশিল্পী শুভাপ্রসন্ন৷ সারদার টাকা ব্যবহার করে একটি সংবাদমাধ্যম খুলেছিলেন তিনি, এমনটাই অভিযোগ৷
এছাড়া আরও অভিযোগ, কোটি টাকা দিয়ে তিনি নিজের ছবি বিক্রি করেছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেনকে৷ সেসবের তদন্ত আরও বিস্তারিতভাবে করতেই শুভাপ্রসন্নকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷ আগামী ৪ জুলাই তাঁকে সমস্ত নথি-সহ সিবিআই দপ্তরে তলব করা হয়েছে৷
অন্যদিকে, চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত আরেক প্রভাবশালী ব্যক্তি শিবাজি পাঁজাকেও একই কেলেঙ্কারিতে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ অভিযোগ, শিবাজি নিজের ছবি তৈরির জন্য মোটা অঙ্কের টাকা নিয়েছে সারদাকর্তা সুদীপ্ত সেনের কাছে৷ সেই হিসেবনিকেশ বুঝতে তাঁকেও তলব করা হয়েছে৷
Comment here