জেলাদেশরাজ্য

সাত বছর পরে আবার কলকাতা পুলিশে ফিরছেন দময়ন্তী সেন…….

দময়ন্তী সেন নামটার সাথে সকলেই পরিচিত। ইনি সেই আই পিএস অফিসার যিনি পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডের তদন্ত করেছিলেন। দময়ন্তী সেন আবার কলকাতা পুলিশে ফিরে আসছেন এডিশনাল কমিশনার হিসেবে।

২০১২ সালে দময়ন্তী সেন কলকাতা পুলিশের তরফে পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডের তদন্ত করেছিলেন। কিন্তু এই তদন্ত করে ঘটনাচক্রে তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাগভাজন হয়ে গিয়েছিলেন। এর ফলস্বরূপ তাকে কলকাতা পুলিশের গুরুত্বপূর্ন পদ থেকে সরিয়ে রাজ্য পুলিশের কম গুরুত্বপূর্ণ পদে পাঠিয়ে দেওয়া হয়। যদিও সরকারের তরফ থেকে বলা হয়েছিল, এটা রুটিন বদলি। ১৯৯৬ ব্যাচের এই আই পিএস যে কতটা দক্ষ তিনি বিভিন্ন সময়ে তার কাজের মাধ্যমে প্রমান করেছেন, তাই বোধ হয় তাকে আবার ফিরিয়ে আনা হল কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ পদ দিয়ে।

Comment here