জেলাদেশরাজ্য

সভাপতির পদ ছাড়লেন সোমেন মিত্র…

প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী সোমেন মিত্র গত ২৪শে মে লোকসভা নির্বাচনে বিপর্যয়ের সমস্ত দায়িত্ব নিজের কাধে নিয়ে সাংবাদিক সম্মেলন করেছিলেন।
যদিও লোকসভা নির্বাচনের পাঁচ মাস আগে তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি মনোনীত হয়েছিলেন তথাপি সেদিনই তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন।
সহ কর্মীদের অনুরোধে তিনি প্রদেশ সভাপতির কাজ চালিয়ে যাচ্ছিলেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর পদত্যাগ কংগ্রেস ওয়ার্কিং কমিটি গ্রহণ না করায়, তিনি আশা করেছিলেন যে রাহুল গান্ধীই সভাপতি থাকবেন কিন্তু রাহুল গান্ধীর অনড় মনোভাবের পরে তাঁর বক্তব্য রাহুল গান্ধীই তাঁকে সভাপতির দায়িত্ব দেন। যখন তিনিই কংগ্রেস সভাপতি থাকবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তখন আমারও প্রদেশ সভাপতির দায়িত্ব আঁকড়ে থাকার কোন মানে হয় না বলে মনে করেন সোমেন মিত্র। তিনি তাঁর পদত্যাগ পত্র পাঠিয়ে দেন এর আগেও ১৯৯৮ সালে বাংলায় লোকসভা নির্বাচনে ভরাডুবির দায়িত্ব নিজের কাঁধে নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছেড়ে দিয়েছিলেন। তাঁর আরও বক্তব্য যে রাহুল গান্ধীর পদত্যাগ অত্যন্ত দূর্ভাগ্যজনক, দলকে অতি শীঘ্র একটি সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ করেছেন।
সোমেন মিত্রের পদত্যাগের কথা জানতে পেরে দিল্লিতে এ আই সি সি – র পর্যবেক্ষক শ্রী গৌরভ গগৈ সোমেন মিত্রর সাথে দেখা করেন এবং এ আই সি সি তাঁর পদ্যত্যাগ পত্র গ্রহণ করবে না বলে তাঁকে জানিয়ে দিয়েছেন। সোমেন মিত্রকে নতুন উদ্দমে কাজ চালিয়ে যেতে বলেছেন।আগামী ১৯ শে জুলাই জেলা কংগ্রেস সভাপতিদের ডাকা সভা থেকেই রাজ্য কংগ্রেসের রোড ম্যাপ তৈরী করতে নির্দেশ দিয়েছেন। সেদিন সভাতে এ আই সি সি -র প্রতিনিধি থাকবেন বলেও জানিয়ে দিয়েছেন। গৌরভ গগৈ বলেন জাতীয় স্তরে নতুন কংগ্রেস সভাপতি ঘোষণা হওয়ার পরে, তিনিই স্থির করবেন কোন রাজ্যে কে প্রদেশ কংগ্রেস সভাপতি থাকবেন। তাই কংগ্রেস সভাপতির অফিস সোমেন মিত্রের পদত্যাগ পত্র গ্রহণ করবেন না বলে জানিয়ে দেন।।

Comment here