চিকিৎসা পরিষেবা জটিল হচ্ছে। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে (এনআরএস) গত ১০ জুন এক রোগী মৃত্যুকে কেন্দ্র করে জুনিয়র চিকিৎসকদের মারধোরের ঘটনায় পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ৯৭৩ জন চিকিৎসক বিভিন্ন হাসপাতালের দায়িত্ব থেকে ইস্তফাপত্র জমা দিয়েছেন।
জুনিয়র চিকিৎসকদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এনআরএস হাসপাতালে এসে তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এনআরএসে বহিরাগতরা ঝামেলা পাকাচ্ছে এবং চিকিৎসকেরা পদবী দেখে চিকিৎসা করছে। মূলত মুখ্যমন্ত্রী এই বক্তব্যের নিরিখে তাঁর ক্ষমা চাইতে হবে বলে যেমন অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা, তেমনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অনড় তাঁর নিজের অবস্থানে। এই পরিস্থিতিতে কবে সমাধান সুত্র মিলবে তার কোনও গ্যারান্টি নেই।
এদিকে পশ্চিমবঙ্গে জুনিয়র চিকিৎসক এই আন্দোলনে তাঁদের পাশে দাঁড়িয়েছে কার্যত গোটা দেশ। দিল্লির এইমসের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় সমাধান সুত্র না বেরিয়ে এলে অনির্দিষ্টকালের ধর্নায় বসবেন চিকিৎসকেরা। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গত শুক্রবার সন্ধ্যায় কথা বলতে যান রাজ্যের প্রবীণ চিকিৎসকের একাংশ। পশ্চিমবঙ্গের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নে গিয়ে তাঁরা বিষয়টির সমাধান সুত্র বের করারর চেষ্টা করলেও নিজের অবস্থানে অনড় থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, জুনিয়র চিকিৎসকেরাও তাদের অবস্থানে অনড় থেকে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যের কারনে নিঃশর্ত ক্ষমা না চাইলে আন্দোলন থেকে পিছু হঠবেন না তাঁরা।
Comment here