জেলা

শেখ শাহজাহানের হোটেল থেকে উদ্ধার বিপুল টাকা,রয়েছে নকল নোটও

প্রতিনিধা, মুক্তিযোদ্ধাঃ সন্দেশখালি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার। জানা গিয়েছে, ধামাখালির একটি হোটেল থেকে প্রায় ৩২ কোটি টাকা উদ্ধার করা হয়েছে সেই টাকার মধ্যে যেমন আসল নোট রয়েছে, তেমন রয়েছে নকল নোটও। ওই হোটেল থেকে ২জনকে আটক করা হয়েছে।

সূত্রের খবর, যে হোটেল থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গিয়েছে, সেটি আসলে শেখ শাহজাহানের কিন্তু খাতায় কলমে সেই হোটেলের মালিক রয়েছেন বাপ্পাদিত্য মণ্ডল নামে এক ব্যক্তি। হোটেলটি আসলে শেখ শাহজাহানের। টাকা উদ্ধারের পর ২জনকে আটক করেছে সন্দেশখালি থানার পুলিশ। সন্দেশখালির হোটেল থেকে টাকা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দেবব্রত চক্রবর্তী ও সিরাজউদ্দিন মোল্লাকে বসিরহাট আদালতে তুলছে পুলিশ।

জানা গিয়েছে, হোটেলের ২ নম্বর রুমে বিস্কুটের কার্টনের মধ্যে রাখা ছিল টাকা। গোপনে খবর পেয়ে ওই হোটেলে হানা দেন,নির্দিষ্ট ঘরে তল্লাশি চালায় সন্দেশখালি থানার পুলিশ। ওই ঘরে ঢুকতেই বেশ কয়েকটি বিস্কুটের কার্টন নজরে আসে। সেগুলো খুলতেই পুলিশও হতবাক হয়ে যায়। থরে থরে সাজানো রয়েছে টাকা সেই টাকা বাজেয়াপ্ত করার পর দেখা গিয়েছে, ওই নোটের মধ্যে আসলের সঙ্গে রয়েছে নকল নোটও। এই ঘটনায় গ্রেফতার হওয়া দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই বিপুল টাকা কীভাবে হোটেলে এল? কারা নিয়ে এসেছে। কারা যুক্ত রয়েছে এই চক্রের সঙ্গে সব জানার চেষ্টা করছে পুলিশ। ধামাখালি ফেরি ঘাট থেকেও উদ্ধার হয়েছে ৯ কোটি টাকার জাল নোট। ওই জাল নোট নিয়ে কেনাকাটা করতে গেলে সন্দেহ হয় দোকাদারের, তারপরেই তাঁদের গ্রেপতার করেছে পুলিশ এই বিপুল পরিমাণ জাল নোট কোথা থেকে এসেছে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

Comment here