জেলাদেশরাজ্য

শিলিগুড়িতে ফুটপাত দখলমুক্ত করতে পথে নামলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব…

উজ্জ্বল ভট্টাচার্য, শিলিগুড়ি, ১০ই আগস্ট ২০১৯: শিলিগুড়ি শহরের মূল রাস্তার ফুটপাত দখলমুক্ত করতে পথে নামলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব ।
শনিবার ফুটপাত দখলমুক্ত করতে শিলিগুড়ির শহরের মূলত কোর্ট মোর থেকে হিলকার্ট রোডে অভিযানে নামেন মন্ত্রী গৌতম দেব । এদিনের এই অভিযানে তার সাথে ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারের কর্তব্যরত পুলিশ কর্মীরা , শিলিগুড়ির পুর নিগমের বিরোধী দলনেতা তথা স্থানীয় তৃনমূল কংগ্রেসের নেতা রঞ্জন সরকার, শিলিগুড়ির পুর নিগমের স্থানীয় কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের নেতা নান্টু পাল সহ অন্যান্য স্থানীয় কয়েকজন তৃনমূল নেতা-কর্মী । শনিবার এই অভিযানে
মন্ত্রীর হুমকি ও নির্দেশে সরানো হলো কিছু ফুটপাত ব্যাবসায়ী ও হকারদের । এদিনের এই অভিযানের বিরুদ্ধে কয়েকজন ফুটপাত ব্যবসায়ী মন্ত্রীকে জানালেন তাদের অভিযোগ এবং দেখালেন ক্ষোভ । শনিবারের অভিযানের শেষে পর্যটনমন্ত্রী গৌতম দেব সাংবাদিকদের বলেন, শহরের এরকম অভিযান প্রতিমাসে একবার করে হবে । মানুষের জন্য শহরের মূল রাস্তা হিলকার্ট রোড, সেবক রোভ, এস এফ রোভ ইত্যাদি রাস্তার ফুটপাত দখলমুক্ত করতে প্রয়োজনে মাসে দুই-তিনবারও অভিযানে করা হবে ।
এছাড়াও তিনি জানান শিলিগুড়ির যানজট কাটাতে খুব শীঘ্রই স্থানীয় পুলিশ- প্রশাসন, আর টি ও প্রমুখের সাথে আলোচনা করে অবিলম্বে বেশকিছু পদক্ষেপ নেওয়া হবে । প্রয়োজনে রাজ্যের পরিবহন মন্ত্রীর সাথেও উচ্চ পর্যায়ের বৈঠকও করা হবে ।

Comment here