উজ্জ্বল ভট্টাচার্য, শিলিগুড়ি, ইং ১৪ই মে,২০১৯: কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের কর্মীরা শিলিগুড়ির কাছে ৬জনকে আটক করে, উদ্ধার করল প্রায় ২৪ কেজি সোনা । জানা গেছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮কোটি টাকা, ধৃত ৬জনকে মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তোলা হয় ।
এ বিষয়ে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরে সুত্রে জানা যায়, সোমবার গোপন সূত্রে খবর পেয়ে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের স্থানীয় কর্মীরা শিলিগুড়ির কাছে কোচবিহার – শিলিগুড়ি গামি একটি বাসের থেকে সন্দেহভাজন ৬জনকে আটক করে । ধৃতদের থেকে ২৪ কেজি ১৫০ গ্রাম ওজনের সোনা উদ্ধার করা হয়েছে ।
উদ্ধার করা সোনার আনুমানিক বাজার মুল্য প্রায় আট (৮) কোটি টাকা। ধৃতরা বাসে যাচ্ছিলেন, ধৃত ছয়জন ব্যক্তির কাছ থেকে ২০ টি সোনার বার (২০ টি টুকরা , ১ কেজি করে প্রতিটি) এবং ২৫ টি সোনার বিস্কুট (২৫ টি টুকরা, প্রায় ১৬৬ গ্রাম প্রতিটি) আনুমানিক মূল্য প্রায় ৭.৯৯ কোটি টাকা। আটককৃত ছয়জন ব্যক্তির নাম মহম্মদ নুমান, মহম্মদ লুুকুমান, হাফিজ মিসবাহউদ্দিন, মহম্মদ জিমিল আহমেদ, মহম্মদ দাউদ আখতার এবং এম, এম, ওয়াশিম খান । ধৃতরা প্রত্যেকেই মনিপুরের বাসিন্দা।
ধৃতদের জিজ্ঞাসা বাদ করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের কর্মীরা আরও জানতে পারেন যে, ধৃতরা ভারত- মায়ানমার সীমান্ত সংলগ্ন মায়ানমার এর মোরেহ এলাকা থেকে মনিপুর হয়ে শিলিগুড়ি- কোচবিহার এর একটি বাসে করে ধৃতরা আসছিল । এই সোনা শিলিগুড়িতে পাচারের উদ্যেশ্যেই ধৃতরা এসেছিল। একটি বিশেষ ধরনের পোশাকের ভেতরে সোনা লুকানো ছিলো । ধৃতদের এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয়। এ বিষয়ে তদন্ত চলছে ।
Comment here