শিলিগুড়িতে দুষ্কর্ম করার আগেই পুলিশের হাতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার চারজন দুষ্কৃতী। গ্রেফতার হওয়া চার দুষ্কৃতীর থেকে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তিনটি দেশী ওয়ান শটার বন্দুক উদ্ধার করেছে । ধৃতদের বাড়ি কোচবিহার জেলার দিনহাটায় । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে আরও কেউ জড়িত কিনা এবং আরও অস্ত্র বা আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায় কিনা ।
শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলজলপাইগুড়ি থানার পুলিশ সোমবার সন্ধ্যায় শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় সন্দেহভাজন একটি গাড়িকে ধাওয়া করে গাড়িটি আটক করে । সেই গাড়ি থেকে চারজনকে আটক করে উদ্ধার করা হয় তিনটি আগ্নেয়াস্ত্র । ধৃতদের গ্রেফতার করে পুলিশি হেফাজতের জন্য আদালতে পাঠানো হয়।
এদিন এবিষয়ে শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার (জোন ১) ইন্দিরা মুখার্জি সাংবাদিকদের বলেন, গোপন সূত্রে আমরা খবর পাই একটি চার চাকার ছোট গাড়ি করে চারজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র সহ আসছে । সেই খবরের ভিত্তিতে ফুলবাড়ি এলাকায় একটি গাড়ি আটক করে তা থেকে চারজনকে আটক করা হয় এবং তিনটি ওয়ান শটার উদ্ধার করা হয়েছে । ধৃতদের নাম বিপ্লব বর্মন , নিবাস বর্মন, সমীম রহমান এবং হিতেন রায় । ধৃতদের বাড়ি কোচবিহারের দিনহাটায় । চারজনকেই গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসা বাদ করে জানার চেষ্টা করা হচ্ছে আরও কেউ তাদের সাথে জড়িত আছে কিনা । এছাড়াও কোথা থেকে ? কেন ? কি উদ্দেশ্যে ? তারা এসেছিল । একসাথে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়া নিউ জলপাইগুড়ি থানার বড় সাফল্য বলেও তিনি জানান ।
এছারাও ডেপুটি পুলিশ কমিশনার (জোন ১) ইন্দিরা মুখার্জি এদিন সাংবাদিকদের আরও বলেন, নিঊ জলপাইগুড়ি থানার পুলিশ কর্মীরা মার্গারেট মোর থেকে এক মহিলা সহ মোট দুই জনকে আটক করে ২৩ কিলোগ্রাম গাজা বাজেয়াপ্ত করা হয়েছে ।ধৃত দুই জনেরই বাড়ি কোচবিহারের পুন্ডিবাড়ি এলাকায় ।
শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার চার দুষ্কৃতী…

Comment here