উজ্জ্বল ভট্টাচার্য , শিলিগুড়ি, ইং ১০ মে ২০১৯: শিলিগুড়ি সংলগ্ন রাজফাঁপড়ি এলাকার ইভটিজিং এর প্রতিবাদ করায়
স্থানীয় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের হাতে বিক্রম সুব্বা – র মৃত্যু ঘটে বলে দাবি মৃতের পরিবারের । এই মৃত্যুকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে সরব হলো রাজফাঁপড়ি এবং ১নং ডাবগ্রাম এলাকার অধিকাংশ এলাকাবাসী । শুক্রবার তারা ঐ এলাকার বাম নেত্রীর ছেলে বিক্রম সুব্বার মৃত্যু কান্ডে মূল অভিযুক্ত সহ অন্যান্য দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি ও উপযুক্ত শাস্তির দাবি জানান শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর অন্তর্গত ভক্তিনগর থানায় ।
বুধবার রাতে রাজফাঁপড়ি এলাকার বিক্রম সুব্বার মৃত্যু হয় ।
এ ঘটনার বিষয়ে স্থানীয় মানুষ, মৃতের পরিবার এবং পুলিশ সূত্রে জানা যায় মৃতের নাম বিক্রম সুব্বা (বয়স প্রায় ৩৭ বছর) বাড়ি শিলিগুড়ি সংলগ্ন শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর অন্তর্গত ভক্তি নগর থানার অন্তর্ভুক্ত রাজফাঁপড়ি এলাকায়। মৃত বিক্রম ওই এলাকারই এক সিপিএম নেত্রীর ছেলে ।
এ বিষয়ে আরও জানা যায়, বুধবার ভিক্রম ও তার কজন বন্ধু মিলে রাতে যখন বাড়ি ফিরছিলেন । তাদের বাড়ির কাছেই বাড়ির কাছেই একটি রেস্টুরেন্টের সামনে বহিরাগত দুই- একজন যুবক মদ্যপ অবস্থায় এক মহিলাকে উত্ত্যক্ত করছিল । তা দেখে বিক্রম ও তার তনি-চারজন বন্ধুর এই ঘটনার প্রতিবাদ করে । সে সময় তাদের উপরে চড়াও হয় ওই এলাকার এক স্থানীয় তৃণমূল কংগ্রেসের এক দাপুটে কর্মী ওয়াংদি শেরপা এবং তার কজন সহকারী । মৃতের পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দারা মধ্যে অনেকেরই অভিযোগ স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী ওয়াংদি শেরপা এই এলাকায় একজন দুষ্কৃতী বলেই পরিচিত । ওয়াংদি শেরপা এবং তার ছেলে সহ ও ওয়াংদি শেরপার সহকারী অন্যান্য দুষ্কৃতীরা বিক্রম এবং তার বন্ধুদের উপরে চড়াও হয় এবং তাদের মারধর করে । এই মারধরের ঘটনার সময় বিক্রমের দু তিনজন বন্ধু পালিয়ে তাদের প্রাণ বাঁচায় । কিন্তু বিক্রম কে বেধড়ক মারধর করে ওয়াংদি শেরপা এবং তার ছেলে সহ ও ওয়াংদির সহযোগী দুষ্কৃতীরা । তারা বিক্রম-কে বেধড়ক মারধর করে কিন্তু স্থানীয় দোকানদাররা ওয়াংদির ভয়ে কেউই এ ঘটনার প্রতিবাদ করেন নি । ঘটনার অনেকক্ষণ পরে বিক্রমের বাড়ির লোক জানতে পারে এবং পরে বিক্রমের পরিবারের লোকেরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার বিক্রম কে । খবর দেওয়া হয় ভক্তিনগর থানার পুলিশে। পুলিশ এসে গুরুতর আহত বিক্রম কে স্থানীয় একটি নার্সিংহোমে সুচিকিৎসার জন্য নিয়ে যায় । কিন্তু সেখানেই মৃত্যু হয় ইভটিজিংয়ের প্রতিবাদ করতে যাওয়া বিক্রম সিং এর । মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেখা দেয় এলাকাবাসীর মধ্যে
খোভ । শুক্রবার স্থানীয়
অধিকাংশ এলাকাবাসী এবং মৃতের পরিবার পরিজন ও আত্মীয়-স্বজন সহ অধিকাংশ এলাকাবাসী ন্যায্য বিচারের দাবি করেন পুলিশের কাছে এবং বিক্রম সিংহের মৃত্যু কাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান । পাশাপাশি সিপিআইএমের ডাব গ্রাম ১নং পক্ষ থেকে শুক্রবার একটি প্রতিবাদ মিছিল বের করে ভক্তিনগর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং অবিলম্বে বিক্রম সুব্বা -র মৃত্যুকাণ্ডে মূল অভিযুক্ত সহ অন্যান্য দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিও জানানো হয় । এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে এবং পলাতক মূল অভিযুক্তদের পুলিশের পক্ষ থেকে অবিলম্বে গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয় বলেও জানা যায়। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে বর্তমানে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত আছে বলেও জানা যায় ।
শিলিগুড়ি সংলগ্ন রাজফাঁপড়ির বিক্রম সুব্বা মৃত্যু কান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি

Comment here