জেলাদেশরাজ্য

শিলিগুড়িতে আটক প্রায় দেড় কোটি টাকার বিদেশি পন্য, গ্রেপ্তার ৪ জন…

শিলিগুড়িতে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের কর্মীরা দুটি পণ্যবাহী ট্রাক(লরি) আটক করে উদ্ধার করল প্রায় দেড় কোটি টাকার অবৈধ বিদেশী পন্য । এই ঘটনায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের (ডি আর আই) হাতে গ্রেফতার চারজন । অভিযুক্ত চারজনকে শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ।
এ বিষয়ে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর (ডি আর আই) ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলের দিকে শিলিগুড়ি সেবক রোডে দুটি পণ্যবাহী গাড়িকে আটক করা হয় । ডি আর আই এর কাছে খবর ছিল যে অবৈধভাবে সিকিমের থেকে পণ্যবাহী গাড়ি করে বেশ কিছু বিদেশী সামগ্রী নিয়ে আসা হচ্ছে শিলিগুড়িতে । সেই খবরের ভিত্তিতেই শিলিগুড়ির সেবক রোড এর দুই মাইল এর কাছে সন্দেহভাজন দুটি পণ্যবাহী গাড়িকে আটক করা হয় । আটক করা দুটি লরি কে তল্লাশি চালিয়ে তার থেকে বেশ কিছু অবৈধ বিদেশি জুতো কাপড় সামগ্রী উদ্ধার করা হয় ও বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয় । ধৃতদের নাম অরুণ তামাং, মহেশ সর্মা, সাগর ছেত্রী এবং গোপাল খাওয়াস । ধৃত চারজনের মধ্যে ২জন সিকিমের বাসিন্দা , বাকি দুজনের মধ্যে ১ জনের বাড়ি শিলিগুড়ি এবং আর ১ জনের বাড়ি দার্জিলিং- এ । প্রায় দেড় কোটি টাকার অবৈধ বিদেশি দ্রব্য উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও দুটি পণ্যবাহী গাড়িও ( লরি) আটক করা হয়েছে ।
ধৃত দের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে ঐ সামগ্রী গুলি অবৈধভাবে শিলিগুড়িতে কিছু ব্যবসায়ীদের কাছে বিক্রি করার উদ্দেশ্যে আনা হয়েছিল । ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে তাদের জামিন নামঞ্জুর হয়ে যাই । এ বিষয়ে তদন্ত চলছে এবং আরও কেউ এই ঘটনার সাথে জড়িত কিনা তাও তদন্ত করে জানার চেষ্টা করা হচ্ছে ।

Comment here