উজ্জ্বল ভট্টাচার্য্য প্রতিনিধি:-৪ই আগস্ট, ২০২৫ শিলিগুড়িতে আসন্ন দুর্গাপূজার অনুমতি আগামী ১৮ই আগস্ট থেকে ৩১শে আগস্ট ২০২৫ পর্যন্ত দেওয়া হবে। এবার শিলিগুড়িতে দুর্গাপূজার কার্নিভাল অনুষ্ঠিত হবে ৪ঠা অক্টোবর।পূজায় ২৪ঘন্টা শিলিগুড়ির পুর নিগমের কন্ট্রোল রুম খোলা থাকবে। আসন্ন দুর্গাপূজা এবং পরবর্তীতে কালী পূজা, ছট পূজা সহ অন্যান্য উৎসব সুষ্ঠুভাবে পরিচালনা করার উদ্দেশ্যে শিলিগুড়ি পুর নিগমের আয়োজনে পুজা উদ্যোক্তাদের এবং স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিলিগুড়ি পুর নিগম আয়োজিত সভাটি অনুষ্ঠিত হয় স্থানীয় দীনবন্ধু মঞ্চে। সভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব সহ শিলিগুড়ি পুর নিগমের চেয়ারম্যান,ডেপুটি মেয়র ও মেয়র সহ অধিকাংশ মেয়র পারিষদ এবং কর্মীরা। বৈঠকে শিলিগুড়ি পুর নিগমের অন্তর্গত বিভিন্ন ক্লাব ও পুজা উদ্যোক্তারা ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারের পদস্থ কর্মকর্তারা, বিদ্যুৎ এবং অগ্নিনির্বাপণ বিভাগের আধীকারিকেরা সহ পুজা বা উৎসব পরিচালনার সাথে যুক্ত অন্যান্য ব্যক্তিরা।
এদিনের আলোচনা সভা শেষে শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব সাংবাদিকদের বলেন, শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে আসন্ন দুর্গা পূজা তৎসহ পরবর্তী অন্যান্য উৎসব সমূহ সুষ্ঠু ভাবে পরিচালনা করবার জন্য। বিভিন্ন ক্লাব বা পুজো উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গৌতম দেব সাংবাদিকদের আরও জানান যে, এবছর পুজা কার্নিভাল ৪ঠা অক্টোবরে হবে। ঐ দিন অন্য কোনো দুর্গাপূজার বিসর্জন দেওয়া যাবে না, যদি কেউ বিসর্জন দিতে চায় তাহলে সকালে দিতে পারবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, আগামী দিনে আরও সভা করা হবে। তার আগেও পর্যটকদের সুবিধার্থে শিলিগুড়িতে নিউ জলপাইগুড়ি স্টেশনে, বাস টার্মিনাসে এবং এয়ারপোর এর কাছে ক্যাম্প করা হয়েছিল। এ বিষয়ে পর্যটন বিভাগের এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শারদোৎসব সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবং বলেন পর্যটকরা এখানে থাকেন বা ডুয়ার্স বা পাহাড়ে ঘুরতে যান শিলিগুড়ি হয়েই-তাই কোনোও পর্যটকের যেন কোনো অসুবিধা না হয় তার জন্য পুর নিগমের পক্ষ থেকে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়া হবে।
Comment here