Uncategorized

রাজ্যের শাসক দল সমস্ত ব্যর্থতার দায় অন্যদের উপর চাপিয়ে দিল। প্রায় দেড় দিন পর দিদির কাছ থেকে এই উত্তর প্রত্যাশা করিনি।

? মনে পড়ে দিদি পার্ক স্ট্রিট গনধর্ষণ কান্ডের কথা। সেদিন আপনি ঘটনার তদন্ত না করেই আলটপকা মন্তব্য করেছিলেন “সরকারি ভাবমূর্তি নষ্ট করতে ঘটনাটি সাজানো হয়েছে।” আপনার প্রশাসনের প্রতিনিধি দময়ন্তী সেন বলেছিলেন “সাজানো ঘটনা নয়। ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছে।” তার কিছু দিন পর এই দময়ন্তী সেনকে ব্যারাকপুরের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করে দেওয়া হয়েছিল। বাংলার মানুষ সেদিন আপনার আচরণে খুশি হয়নি দিদি। অভিযুক্তদের শাস্তি হয়েছে। সেই সুজেট জর্ডন আজ আর পৃথিবীতে নেই। আজ আপনি হারেননি দিদি, হেরেছিলেন সেইদিন। আজ হেরেছে আপনার অসংযত যুক্তিহীন বাক্য প্রয়োগ।

? মনে পড়ে দিদি কামদুনির কথা? মনে পড়ে টুম্পা কয়াল, মৌসুমী কয়ালদের কথা? যাদের আপনি তীব্র ভাষায় ‘মাওবাদী’ তকমা দিয়েছিলেন। আজ‌ও তাঁরা মাথা উঁচু করে প্রতিবাদ করছে। আজ আপনি হারেননি দিদি, হেরেছিলেন সেইদিন।

? দিদি মনে পড়ে জঙ্গলমহলের শিলাদিত্য চৌধুরীর কথা? সার কেনার টাকার অভাবে চাষবাসের সমস্যার কথা জানাতে এসেছিলেন লোকটা। তাকে ‘মাওবাদী’ বলে হাজতবাস করানো হয়েছিল। আজ আপনি হারেননি দিদি, হেরেছিলেন সেইদিন। আজ হেরেছে আপনার ঔদ্ধত্যপূর্ণ মনোভাব।

? মনে পড়ে দিদি ২০১৪ সালের কথা। দেশের সম্মানীয় প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর কথা বলেছিলেন। একজন মুখ্যমন্ত্রীর কাছে এই ভাষা বাংলার মানুষ আশা করেননি দিদি। বিশ্বাস করুন দিদি এ রাজ্যের বোকা মূর্খ মানুষ এটা আশা করেননি। আজ আপনি হারেননি দিদি, হেরেছিলেন সেইদিন।

? দিদি মনে পড়ে সারদায় টাকা খোয়ানো মানুষ গুলোর কথা। আজ তারা নিঃস্ব। ক্ষমতায় আসার আট বছর পর‌ও তার কোনো মীমাংসা হল না। কত মানুষ আত্মহত্যা করেছে। আজ আপনি হারেননি দিদি, হেরেছিলেন সেইদিন।

? মনে পড়ে দিদি আপনি সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডি.এ নিয়ে ‘ঘেউ ঘেউ ফেউ ফেউ’ করতে বারণ করেছিলেন। দিদি আপনি জানেন না সেদিন সরকারি কর্মচারীদের কোথায় আঘাত লেগেছিল। তার প্রমাণ আপনি পেপার ব্যালটে পেয়েছেন। আজ আপনি হারেননি দিদি, হেরেছিলেন সেইদিন।

? মনে পড়ে দিদি আপনার এক পোষা ভাই পুলিশকে বোম মারতে বলেছিল। সে আপনার বাঘের বাচ্চা। মনে পড়ে আর এক ভাই ঘরে ছেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। সেদিন আপনি একটিও কথা বলেননি দিদি। আজ সেই বাঘের বাচ্চা তার নিজের ওয়ার্ডে হেরে বসে আছে। আজ আপনি হারেননি দিদি, হেরেছিলেন সেইদিন।

? দিদি, শুধুমাত্র ক্ষমতার জোরে স্নাতকোত্তর স্তরে যাদের সিলেবাসটুকু বলার যোগ্যতা নেই, তারা আজ এম.ফিল, পি.এইচ.ডি করছে। কত যোগ্য ছাত্র সুযোগ পাচ্ছে না। ক্ষমতার জোরে পরীক্ষার হলে খাতা দেখে উত্তর লিখছে, আর সুযোগ সন্ধানী অধ্যাপক দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। দিদি বাংলার যুবকরা এটার অবসান চেয়েছিল। আজ আপনি হারেননি দিদি, হেরেছিলেন সেইদিন।

? মনে পড়ে দিদি সোনারপুরের অতনু মিস্ত্রীর কথা। এম.এ, বি.এড, টেট পাশ করেও চাকরি পায়নি। বাবার কাছ থেকে প্রাইমারির জন্য ৭ লক্ষ, আপার প্রাইমারির জন্য ১১ লক্ষ টাকা চেয়েছিল। বাবা দিতে পারে নি। একটি প্রাইভেট সংস্থায় ইন্টারভিউ দিয়ে হাউসকিপিং এর কাজ করতে বলা হয়। ছেলেটি আত্মহত্যা করে। সেদিন আপনি বা আপনার দল একটিও কথা বলে নি। একবারের জন্য নতুন ভাবে এস‌এসসি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেয়নি। আজ আপনি হারেননি দিদি, হেরেছিলেন সেইদিন।

? শুধুমাত্র টাকার জোরে থার্ড ডিভিশনে পাশ করেও আপনার নেতা আমলাদের সাহায্যে প্রাইমারি চাকরি করছে, অথচ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে স্টার পেয়েও টাকার অভাবে চাকরি পায়নি যে বেকার যুবক, তার কান্নার শব্দ আপনি শুনতে পাননি দিদি। আজ আপনি হারেননি দিদি, হেরেছিলেন সেইদিন।

? আপনি যেদিন বেকার যুবকদের ব্যঙ্গ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করে বলেছিলেন চপ ভাজুন, সেলুন করুন, সেদিন বেকার যুবকদের বুক ফাটা কান্নার শব্দ আপনি শুনতে পাননি। আজ আপনি হারেননি দিদি, হেরেছিলেন সেইদিন।

? বেকার যুবকদের অনশন মঞ্চে নবান্ন থেকে প্রেস ক্লাবে আসতে আপনার ২৯ দিন সময় লেগেছিল। ভাবুন ২৯ দিন! অথচ রাজীব কুমারের জন্য আপনি মুহূর্তের মধ্যে ধর্নায় বসেছিলেন। সেদিন বাংলার মানুষ অবাক হয়ে গিয়েছিল। আজ আপনি হারেননি দিদি, হেরেছিলেন সেইদিন।

? মনে পড়ে দিদি ২০১১ সালের কথা। ক্ষমতায় এসে আপনি হাসপাতাল গুলোয় আচমকা ভিজিট করতেন। আমরা বাংলার যুবকরা বলেছিলাম, ‘বাঘিনী, মুখ্যমন্ত্রী বটে!’ আজ আপনি দেখুন সরকারি হাসপাতালে একটু জায়গা পেতে আপনার ভাইদের কত দিতে হয়! আজ আপনি হারেননি দিদি, হেরেছিলেন সেইদিন।

? দিদি গ্রামের দিকে তাকান। গ্রাম আজ আপনাকে সরিয়ে দিয়েছে। কেন জানেন? আপনার ভাইয়েরা সামান্য ইনকাম সার্টিফিকেট এর জন্য টাকা চায়। আজ আপনি হারেননি দিদি, হেরেছিলেন সেইদিন।

? দিদি, প্রধানমন্ত্রী আবাস যোজনা। বহু জায়গায় আপনার ভাইদের দেওয়া নাম ‘বাংলা আবাস যোজনা’। খোঁজ নিন দিদি এক একজন দুটো-তিনটে করে পেয়েছে। আবার বহু প্রান্তিক মানুষ যাদের সামান্য জমিও নেই, তারা পায়নি। খোঁজ নিয়ে দেখুন ঘর পাইয়ে দেওয়ার নাম করে প্রথমে কত টাকা পার্টি ফান্ডে জমা করতে হয়েছে। তারপর ঘর পেতে হয়েছে। যারা পার্টি ফান্ডে জমা করতে পারেনি, তারা ঘর পায়নি। আজ আপনি হারেননি দিদি, হেরেছিলেন সেইদিন।

? টাকার জোরে মাছের ভেড়ির ছেলেটা কিংবা আপনার কোন দলীয় নেতার ছেলেটা দেখুন প্রাইমারি বা নাইন টেন বা ইলেভেন টুয়েলভে চাকরি পেয়েছে। টাকা নেই বলে কত গরীব ছেলে আজ‌ও বেকার হয়ে বসে আছে কিংবা আত্মহত্যা করেছে। আজ আপনি হারেননি দিদি, হেরেছিলেন সেইদিন।

? দিদি বেকাররা বেকার ভাতা চায়নি দিদি। চায়নি। চেয়েছিল একটা কাজ। চেয়েছিল একটা চাকরি। চেয়েছিল এস‌এসসি পরীক্ষাটা প্রতি বছর হোক। দিদি মনে পড়ে আপনার শিক্ষামন্ত্রীর কথা ‘এস‌এসসি কি দুর্গাপূজা যে প্রতি বছর হবে?’ সেদিন বেকার যুবকদের দিকে একবারের জন্য মুখ ফিরিয়ে তাকাননি। একটি শব্দও খরচ করেননি। আজ আপনি হারেননি দিদি, হেরেছিলেন সেইদিন।

? দিদি বাংলার মানুষ দুটাকার চাল ভিক্ষে চায়নি দিদি। খোঁজ নিয়ে দেখুন সেই চাল ১৮ টাকায় বিক্রি হয়ে যায়। একদল ফোড়েদের দল মুনাফা নিয়ে ভেগে যায়। বাংলার মানুষ চায় একটা কারখানা। একটা কর্মসংস্থান। আজ আপনি হারেননি দিদি,হেরেছিলেন সেইদিন।

? মনে পড়ে দিদি ক্লাবগুলোকে হরির লুট দেওয়ার কথা? মনে পড়ে কোষাগারে ঘাটতি থাকা সত্ত্বেও আপনার খয়রাতির কথা। খোঁজ নিয়ে দেখুন সেই টাকা মদ জুয়ায় চলে গেছে। নয়তো সামান্য কিছু ইট গাঁথা হয়েছে। আজ আপনি হারেননি দিদি, হেরেছিলেন সেইদিন।

?গ্রামের কোনায় কোনায় আজ চল্লু ও বিলাতি মদের দোকান। মানুষ আজ অতিষ্ঠ। কোন ব্যবস্থা নেওয়া হয় না দিদি। আপনি কি আজ হেরেছেন?হেরেছেন তো সেদিন।

দিদি, আপনি ভাবতে পারেন আপনার পরাজয়ে আমরা বাংলার বেকার যুবকরা খুশিতে হরির লুট দিচ্ছি? তাহলে আপনি আবারও ভুল দিদি। বিশ্বাস ভঙ্গের যন্ত্রনা কি সে আপনি একবার ভাবুন। আপনি জানেন না আজ‌ও আপনাকে কি পরিমান শ্রদ্ধা করে বাংলার মানুষ। দিদি সুযোগ আছে, নিজের অহমিকা ছেড়ে মানুষের কাছে আসুন। দেখতে পাবেন আপনার ভাইদের কি ভয়ানক অভিসন্ধি! দেখতে পাবেন নিচু তলায় কি ভয়ানক টাকা খেয়োখেয়ির খেলা চলছে! আর একবার স্বমহিমায় ফিরে আসুন। বিশ্বাস করুন, আপনি পারবেন!!!

Comment here