শিলিগুড়ি, ইং ৩রা এপ্রিল , ২০১৯ : পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে শিলিগুড়িতে নির্বাচনী প্রচারে এসে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ না করে বিজেপির কেন্দ্রীয় নেতা তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার বলেন ‘ পশ্চিমবঙ্গের উন্নয়নের স্পিডব্রেকার হচ্ছেন দিদি ‘। এদিন তিনি শিলিগুড়ির কাওয়াখালিতে আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে এসে কারো নাম উল্লেখ না করে কড়া ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সভানেত্রীর ও তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন । এ দিনের নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদিট সিংহভাগ জুড়েই ছিলো এই আক্রমনাত্বক ভাষন। পাশাপাশি তিনি কংগ্রেস এবং বামদেরও নিশানা করেন।
উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা সহ পাহড় থেকেও বুধবারের এই নির্বাচনী জনসভায় বেশ ভালো লোকসমাগম হয়। এবং মোদি মঞ্চে ওঠার হওয়ার সাথে সাথে উপস্থিত অসংখ্য জনতা এবং বি জে পি সমর্থকদের ‘মোদি, মোদি’ ‘স্লোগানে মুখরিত হয়ে ওঠে ভিড়ে ঠাসা সভাস্থল। যা দেখে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কটাক্ষ করে বলেন ‘ এত ভিড় দেখে দিদির রাতের ঘুম চলে গিয়েছে, দিদির নৌকা ডুবে গিয়েছে । উপস্থিত জনতার সামনে এই রাজ্যের তোলাবাজি, গুন্ডামি, চিটফান্ড ইত্যাদি নিয়ে বিরোধী দলের কড়া সমালোচনা করলেও খুব সযত্নে গোর্খাল্যান্ড এর বিষয়টি নিয়ে কোনো কথা বলেন নি। যদিও তিনি এন আর সি নিয়ে চিন্তা করতে না বলেন, এই প্রসঙ্গে, গোর্খাদের আশ্বাস দিয়ে বলেন, রাজ্যে এনআরসি চালু হলেও, গোর্খাদের কোনও সমস্যা হবে না।
বুধবার বাগডোগরা বিমানবন্দর থেকে সরকপথে প্রধানমন্ত্রী তথা বিজেপি র কেন্দ্রীয় নেতা নরেন্দ্র মোদি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের নিকটবর্তী কাওয়খালির সভাস্থলে আসেন । তাকে মঞ্চে উপস্থিত দার্জিলিং লোকসভা কেন্দ্রের এবারের বিজেপি প্রার্থী রাজু বিস্ত সহ জলপাইগুড়ি ও রায়গঞ্জের লোকসভা আসনের এবারের বিজেপি প্রার্থী ছাড়াও স্থানীয় অন্যান্য বিজেপির নেতারা সভায় স্বাগত জানান। শিলিগুড়ির এই নির্বাচনী জনসভায় প্রায় দুপুর ১.৩০ মিনিট নাগাদ বক্তব্য শুরু করেন নরেন্দ্র মোদি।
ইউপিএ-র আমলে জঙ্গিরা হামলা চালাতো, এখন চুপ করে না থেকে যোগ্য জবাব দেওয়া হয়। এখন ভারতীয় সেনাকে পুরো ছাড় দেওয়া হয়েছে। বালাকোটে ঘরে ঢুকে জঙ্গিদের মারা হয়েছে। আপনারা খুশি হয়েছেন তো? মাথা উঁচু হয়েছে তো? কিন্তু কাঁদার কথা কাদের আর কারা কাঁদছেন! চোট ওখানে লেগেছে, তোমাদের ব্যথা হচ্ছে কেন? কলকাতায় বসে দিদির যতটা ব্যথা হয়েছে, এতটা তো ইসলামাবাদ বা লাহৌরের হয়নি। ব্যঙ্গ করে তিনি আরও বলেন – জগাই-মাধাইয়ের গুন্ডামির দিন শেষ এনআরসি নিয়ে অনেক ভুল কথা বলা হচ্ছে। গোর্খাদের কোনও ক্ষতি হবে না। আপনাদের চাওয়ালা উত্তরবঙ্গের চা শিল্পের উন্নয়নে বদ্ধপরিকর। কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যায়। কিন্তু দিদি স্পিড ব্রেকার। তিনি আয়ুষ্মান প্রকল্প সহ বিভিন্ন উন্নয়নের কাজে ব্রেক লাগিয়ে দিয়েছেন। দিদির সরকার গবিরদের লুঠ করেছে। বাম- কংগ্রেস চিন্তাধারাও এক, ওরাও চায় গরিবি থাকুক। বাম, কংগ্রেস, মমতা দিদি সবাই এক।
বুধবারের এই নির্বাচনী জনসভায় এত ভিড়ের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় রাজ্যের বাইরে থেকে লোক আনা হয়েছে।
অপরদিকে এদিন কাওয়াখালি সংলগ্ন শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি গামী জাতীয় সড়ক, তিনবাতি মোর থেকে জলপাই মোড়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল যাওয়ার রাস্তায় দীর্ঘক্ষণ যানজট দেখা দেয়। এই জনসভায় নিয়ে আসা বহু ছোট-বড় গাড়ি রাস্তার পাশে ও মূল রাস্তার ধারে পার্কিং করার ফলে যানজটের কারন বলে স্থানীয় বহু মানুষ ট্রাফিক পুলিশের আগাম প্রয়োজনীয় ব্যাবস্থা না নেওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করেন। ভিড় সামলাতে ও যানজট ছাড়াতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশের। যানজটে দীর্ঘসময় আটকে পরে এম্বুলেন্স সহ বিভিন্ন গাড়ি।
:উজ্জ্বল ভট্টাচার্য
(রিপোর্টার), শিলিগুড়ি।
Comment here