আশ্বিন মাসে পূণ্য তিথিতে পূণ্য স্নান,তর্পণ এবং দেবীর আরাধনার জন্য ভক্ত দের ঢল নামলো দক্ষিণেশ্বর মন্দিরে। রাত পোহাতে না পোহাতেই ভক্তের সমাগম ঘটেছে গঙ্গার ঘাটে।অনেক সন্তান সন্ততিরা এসে উপস্থিত হয়েছে পূর্ব পুরুষের উদ্যেশ্যে জল দান করতে অর্থাৎ তর্পণ করতে।
এদিন সকালে মহানগরের পুলিশ খুবই তৎপরতার সঙ্গে নিজেদের কাজ করছেন, এবং প্রশাসন জানিয়েছেন এখনও কোনো দুর্ঘটনা ঘটে নি তবে তারা অত্যন্ত সচেতন রয়েছে, কোনো রকম দুর্ঘটনা না ঘটে।চারিদিকে ছড়িয়ে রয়েছে পুলিশ প্রশাসন।এমনকি মন্দিরের ছাদ থেকে দূরবীনের মাধ্যমে নজরদারি চালাচ্ছে প্রশাসন।সকাল সকাল গঙ্গায় স্নান করেই পুজো দেওয়ার ঢল নামে দক্ষিণেশ্বর মন্দিরে।ভক্তেরা দীর্ঘ সময় ধরে লাইনে অপেক্ষা করছিলেন।
লাইন এর দাঁড়ানো
ভক্তেরা জানালেন, তারা প্রায় ঘন্টা খানেক ধরে লাইনে দাড়িয়ে আছে।এটা প্রথম বার না তারা প্রতিবারই আসে মহালয়ার দিন গঙ্গা স্নান করে পুজো দেন।এবং তারা এই বার এসে দেখেন পুলিশ এর তৎপরতা এবং অধিক পরিমাণে সিকিউরিটি।তারা জানায় অন্য বারের তুলনায় এই বার বেশি শান্তি পূর্ণ ভাবে পুজো দিতে পারছেন তারা।
ভক্তদের মধ্যে দেখা গেলো আরো দুজন মানুষ কে । একজন হলেন শিব ঠাকুর ও অপর জন হলেন রাজা রামমোহন রায়। আজকের দিনে ভক্তদের মনো রঞ্জনের জন্য উপস্থিত হয়েছে তারা।
Comment here