এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো রিসরার। আজ সকালে হেস্টিং জুট মিল সংলগ্ন ঘাটে যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে খবর যুবকের নাম মহিত কুমার তাঁতি(১৯) তার বাড়ি রিষড়ার সন্ধ্যা বাজার এলাকায়। মৃতের মাথায় এবং পুরো দেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।স্থানীয় সুত্রে জানা গেছে এই যুবক স্থানীয় একটি মহিলার সাথে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। এই নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি চলছিল। এই বিষয়ে গতকাল একটি সালিশি সভার আয়োজন করে স্থানীয় পৌরসদস্য। হয় এর পরেই বিকেল থেকে এই যুবককের খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে তার রক্তাক্ত মৃতদেহ জুট মিল গঙ্গার ঘাট সংলগ্ন অঞ্চলে পাওয়া যায়। শ্রীরামপুর থানায় খুনের মামলা দায়ের করেছে মৃতের পরিবার। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ।
https://www.youtube.com/watch?v=M1jNqMTLaD0&feature=youtu.be
Comment here