জেলাদেশরাজ্য

‘যত জনপ্রিয়ই হও-জায়গা আটকে রেখো না’, রোহিত-বিরাটদের অবসর ইঙ্গিতে খোঁচা মইন আলির…

প্রতিনিধি, মুক্তিযোদ্ধাঃ চলতি আইপিএলে রানের খরা চলছে ভারতের দুই সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি-র। মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত ৪ ম্যাচে করেছেন মাত্র ৩৮ রান, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অন্যদিকে বিরাট কোহলি পুরো টুর্নামেন্টে ভালো পারফর্ম করলেও, গুরুত্বপূর্ণ ফাইনালে ব্যর্থ হয়েছেন- সেই পুরনো চিত্রই যেন ফিরছে।
এই পরিস্থিতিতে নাম না করেই বড়সড় মন্তব্য করলেন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর ক্রিকেটার মইন আলি। তাঁর মন্তব্যে স্পষ্ট, তিনি মনে করছেন- দেশের হয়ে খেলার ক্ষেত্রে নিজের ভবিষ্যৎ নিয়ে এখন ভাবার সময় এসেছে এই তারকাদের।
মইন আলির স্পষ্ট বার্তা: ‘নিজের জায়গা আটকে রেখো না’
মইন আলির কথায়- “তুমি যত বড় নামই হও, কিংবা যত জনপ্রিয় হও না কেন, যদি নতুন কেউ তোমার থেকে ভালো খেলছে, তাহলে নিজের জায়গা ছেড়ে দেওয়া উচিত। নিজের প্রতি সৎ হতে হবে।”
তিনি বলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা ভিন্ন বিষয়- সেখানে মালিকের সিদ্ধান্তই চূড়ান্ত। কিন্তু টেস্ট বা ওয়ানডে- দেশের হয়ে খেলা একেবারেই আলাদা ব্যাপার। সেখানে নিজেকে আয়নায় দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত।
রোহিত-বিরাট: কেবল জনপ্রিয়তা নয়, দরকার পারফরম্যান্সও
বহু ক্রিকেটপ্রেমীর প্রশ্ন- জাতীয় দলে জায়গা ধরে রাখা কি শুধুই নামের জোরে? রোহিত শর্মা ও বিরাট কোহলি-র অবসর নিয়ে জল্পনা এখন আরও জোরদার। মইন আলির মন্তব্য সেই আলোচনা আরও উসকে দিল।
তিনি নিজেও ইংল্যান্ডের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন, নতুনদের সুযোগ দিতে। তাঁর মতে-“আমার ব্যক্তিগত লক্ষ্য নয়, দলের ভবিষ্যৎই আগে।” এই বক্তব্যে অনেকে রোহিত-বিরাটদের জন্য বার্তা খুঁজে পাচ্ছেন।

Comment here