জেলাদেশরাজ্য

মোদী সরকার বিনা গ্যারান্টিতে দেবে ১০ লক্ষ টাকা লোন……

ছোট ব্যবসায়ীদের লোন দেওয়ার জন্য মোদি সরকার নিয়ে এসেছে মুদ্রা যোজনা৷ এর বিশেষত্ব হচ্ছে বিনা গ্যারেন্টিতে লোন পেয়ে যাবেন। এপ্রিল ২০১৫ তে এই যোজনা শুরু করা হয়েছিল৷ এর মূল উদ্দেশ্য হচ্ছে সহজে লোন দেওয়া ৷ পাশাপাশি বেশি সংখ্যাক ছোট ব্যবসায়ীরা যাতে রোজগারের সুবিধা পায় ৷ এর আগে ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার ক্ষেত্রে জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হত ছোট ব্যবসায়ীদের৷ গ্যারেন্টিও দিতে হত৷ এর জেরে ব্যবসা শুরু করতে চাইলে লোনের কারণে পিছিয়ে যেতে বাধ্য হত৷ যে কোনও ব্যক্তি ব্যবসা শুরু করতে চাইলে মু্দ্রা যোজনার মাধ্যমে লোন নিতে পারবে৷ আপনার ব্যবসা থাকলে এবং সেটি বাড়াতে চাইলেও আপনি মুদ্রা যোজনার মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোনের আবেদন করতে পারবেন এই লোনের জন্য কোনও প্রসেসিং চার্জও দিতে হয় না ৷ লোন ফেরত দেওয়ার সময়সীমা আপনি ৫ বছর পর্যন্ত বাড়াতে পারবেন ৷ লোন নিলে আপনাকে একটি মুদ্রা কার্ড দেওয়া হবে।

মুদ্রা যোজনায় তিন রকমের লোন পাওয়া যায় ৷ শিশু লোন, এতে আপনি ৫০ হাজার টাকার পর্যন্ত লোন নিতে পারবেন ৷ কিশোর লোন – এখানে ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন নেওয়ার সুবিধা রয়েছে ৷ তরুণ লোনে ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন মুদ্রা যোজনার কোনও নির্দিষ্ট সুদের হার নেই৷ বিভিন্ন ব্যাঙ্ক বিভিন্ন সুদের হার নিয়ে থাকে৷ সাধারণত ন্যূনতম ১২ শতাংশ সুদ নেওয়া হয়ে থাকে ৷

Comment here