মেট্রোয় আত্মহত্যা চেষ্টা। বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টা নাগাদ শ্যামবাজার মেট্রোর ডাউন লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। ফলে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। বন্ধ হয়ে যায় নোয়াপাড়া থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো পরিষেবা।
মেট্রো সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ন’টা নাগাদ আচমকাই ডাউন লাইনে মেট্রো ঢুকলে তার সামনে ঝাঁপ দেন ওই ব্যক্তি। এরপরই সাময়িকভাবে ১৪–১৫ মিনিটের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যায় পরিষেবা। তবে ৯ টা ৪৭ মিনিট নাগাদ কবি সুভাষ থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়।
অনুমান করা হচ্ছে, পরিষেবা স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগবে। এই নিয়ে গত একদিনের ব্যবধানে দু’বার মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটলো।
Comment here