মেগাসিটির পর আবার বারাসাতে আগুন.স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী সোমবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাত আগুন লাগে বারাসাত ১১ নং রেলগেট সংলগ্ন একটি দোকানে . ঘটনা সূত্রের খবর অনুযায়ী ইলেট্রিক তার থেকে আগুন লাগে ওই দোকানটিতে . দোকানের পিছনে বসবাস করত একটি পরিবার এবং সেই দোকানই ছিল তাদের একমাত্র জীবিকার উপায়. গোটা ঘটনায় ওই পরিবারের সবকিছুই পুড়ে ছারখার হয়ে যায়.দমকলবাহিনী যথা সময়ে আসার পরেও সবকিছু পুড়ে ছাই হয়ে যায় . পরিবার সূত্রের খবর অনুযায়ী তারা প্রাণ ছারা আর কিছুই উদ্ধার করতে পারেননি. ইলেট্রিক তার থেকে লাগা আগুনে ভষ্মীভূত হল বারাসাতের আরও একটি অসহায় পরিবার.
মেগাসিটির পর আবার বারাসাতে আগুন………..

Comment here