জেলাদেশরাজ্য

মুর্শিদাবাদে যখন আগুন তখন চায়ের কাপে ‘শান্তির চুমুক’সাংসদ ইউসুফ পাঠানের….

প্রতিনিধি, মুক্তিযোদ্ধাঃ ওয়াকফ সশোধনী আইন ইস্যুতে হিংসায় অগ্নিগর্ভ মুর্শিদাবাদ। কিন্তু সেখানের তৃণমূল কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান সেখানে অনুপস্থিত। তবে সোশ্যাল মিডিয়ায় নিজের কয়েকটি ছবি দিয়েছেন তিনি। যা নিয়ে বিজেপি নিশানা করেছে তৃণমূল কংগ্রেসকে।
মুর্শিদাবাদ যখন হিংসায় জ্বলছে তখন বিকেলে শান্তির চায়ে চুমুক দিচ্ছেন ইউসুফ পাঠান। নিজের সোশ্যাল মিডিয়ায় তেমনই তিনটি ছবি শেয়ার করেছেন পাঠান। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আনন্দময় বিকল, ভাল চা, আর শান্ত পরিবেশ। শুধু মুহূর্তের মধ্যে ডুবে যাওয়া।। ‘ ইউসুফ পাঠানের এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারের সঙ্গে সঙ্গেই নিমেষেই সমালোচনার ঝড় ওঠে। তাঁকে কটাক্ষ করা শুরু হয়ে যায়।
এক ব্যবহারকারী লিখেছেন, ‘তোমার কি লজ্জা আছে?’ অনেকেই তাঁকে ‘লাপাতা সাংসদ’-এক তকমা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সাধারণ মানুষেক পাশে দাঁড়িয়ে বাম ও বিজেপিও ইউসুফ পাঠানোর সমালোচনা করেছে। বিজেপি ইউসুফ পাঠানের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তীব্র সমালোচনা করেছে।
বিজেপির মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা সোশ্যাল মিডিয়ায় মুর্শিদাবাদের অগ্নিগর্ভ পরিস্থিতির ছবি দিয়ে বলেছেন, ‘বাংলা জ্বলছে, হাইকোর্ট বলেছে তারা চোখ বন্ধ করে বসে থাকতে পারবে না। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। পুলিশ নীরব! এদিকে এমপি ইউসুফ পাঠান শান্তিতে চায়ে চুমুক দিচ্ছেন। হিন্দুদের হত্যা উপভোগ করছেন। এটাই তৃণমূল।’
ইউসুফ পাঠান বহরমপুরের সাংসদ। অধীর চৌধুরীকে হারিয়ে তিনি জয়ী হয়েছেন। তাঁকে প্রার্থী করার সময়ই প্রশ্ন উঠেছিল গুজরাটের বাসিন্দা ইউসুফ পাঠানকে কেন বাংলায় প্রার্থী করা হল? যদিও সেই প্রশ্নের উত্তর দেয়নি তৃণমূল। কিন্তু মুর্শিদাবাদ যখন জ্বলছে তখন সাংসদের এজাতীয় ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট এলাকার মানুষও খুব একটা ভাল চোখে নেয়নি।

Comment here