প্রদীপ সাঁতরা….কোন্নগর এর বাসিন্দা চিত্র শিল্পী কৃষ্ণেন্দু চৌধুরীর খুনের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে, পরিবারের পক্ষ থেকে দেহ না কলকাতায় নিয়ে এসেই মৃতদেহ সৎকারের ঘটনাকে নিন্দা করা হয়,আজ কোন্নগরের কৃষ্ণেন্দুর বাড়িতে যান হুগলী জেলা তৃণমূল কংগ্রেস এর সভাপতি দিলীপ যাদব।তিনি মৃতের বাড়ীর পাশে থাকার আশ্বাস দেবার পাশাপাশি মহারাষ্ট্র সরকারের কৃষ্ণেন্দুর মৃতদেহ কলকাতায় না পাঠিয়ে সৎকার করার ঘটনাকে নিন্দা করেন।
Comment here