জেলাদেশরাজ্য

মিস ট্রান্স ইন্ডিয়া ২০১৯ খেতাব জয় করে ঘরে ফিরলেন জলপাইগুড়ির বৌমা এনি দত্ত…….

মিস ট্রান্স ইন্ডিয়া ২০১৯ খেতাব জয় করে ঘরে ফিরলেন জলপাইগুড়ি বৌমা এনি দত্ত। খুশি স্বামী সাগ্নিক দত্ত থেকে পরিবারের সকলে। আগামী কয়েক মাসের মধ্যে বিদেশের মাটিতে মিস ট্রান্স ইউনিভার্স ২০১৯ প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন এই ব্যতিক্রমী জলপাইগুড়ি জেলার বৌমা এনি দত্ত। লিঙ্গ পরিবর্তন করা এনি দত্তের সাথে মাত্র সাত মাস আগে বিয়ে করেন জলপাইগুড়ির নয়াবস্তি এলাকার যুবক সাগ্নিক চক্রবর্তী। এই বিয়েও কম বৈপ্লবিক ছিল না। এই ধরনের বিয়ে রীতিমতো সাড়া ফেলেছিল জলপাইগুড়ির জনমানসে। সমাজের বাঁকা চোখের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করতে সেইসময় কম লড়াই লড়তে হয়নি এনি ও সাগ্নিককে। বিয়ের পর শুরু করেন নতুন লড়াই। চারবছর ধরে দেশের এক সংস্থা মিস ট্রান্স ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এবার সেই প্রতিযোগিতাতেই যোগ দেন এনি। ১০০ জন প্রতিযোগির সাথে লড়াই করে চ্যাম্পিয়ন হয় মিস ট্রান্স ইন্ডিয়া খেতাব জেতে এনি। জয়ের খবরে খুশি ছড়িয়ে পড়ে তার শ্বশুর বাড়ির শহর জলপাইগুড়িতে। এদিন সকালে পদাতিক এক্সপ্রেসে করে জলপাইগুড়ি ফেরে এনি।এরপরই উৎসব শুরু হয় পরিবারে। দিল্লির এই প্রতিযোগিতায় জয়ের পর এবার ভারতের প্রতিনিধি হিসেবে গোটা বিশ্বের প্রতিযোগিদের সাথে অংশ নেবেন এনি। এই প্রতিযোগিতায় জয় এলেই গৌরবিত হব বলেও মন্তব্য করে এনি দত্ত। স্বাভাবিকভাবেই স্ত্রীর এই সাফল্যে খুশি স্বামী সাগ্নিক দত্ত। বিগত দিনে সব সময় স্ত্রীর পাশেই ছিলেন তার স্বামী সাগ্নিক, আগামীতেও সব সময় তার পাশে থাকবেন বলেও জানান সাগ্নিক দত্ত।

Comment here