এ যেন ভাসমান শিলা।তিনভাগ জলের তলায় একভাগ দৃশ্যমান। এরাজ্যে তৃণমূলী রাজত্বে দূর্ণীতি কোথায় পৌঁছেছে তা চুঁচুড়া স্কুলে শিশুদের মধ্যাহ্ন কালীন আহারে ফেনা ভাত ও নুনের যোগান থেকেই স্পষ্ট। দিনের পর দিন শিশুদের মুখের গ্রাস থেকে ডিম, ডাল ও সবজি চুরি হয়ে যাচ্ছে সকলের চোখের সামনে। স্কুলের পরিচালন সমিতির সদস্যরা, স্কুল পরিদর্শকরা তা দেখতেই পাননি। দারিদ্র্যের সঙ্গে তঞ্চকতা তৃণমূলের শাসনে সীমাহীন পর্যায়ে পৌঁছেছে।
এদিকে ” দিদিকে বলো “- র নাটক চলছে,কাটমানি ফেরতেরও অভিনয় চলছে।এ অপরাধী ধরা পড়ছে,তো ঐ অপরাধী অবাধে চুরি করছে। ” দিদি” নিশ্চুপ, বাকরুদ্ধ।জনগণ এর জবাব চায়।
অন্যদিকে “দূর্ণীতি” চলছে এই অজুহাতে কেন্দ্রীয় সরকার মিড ডে মিলের বরাদ্দ কমাচ্ছে।নতুবা বরাদ্দ টাকা আটকে রাখছে। শিশুর মুখের খাবার নিয়ে এবার শুরু হবে দুই শাসক দলের অলীক কুনাট্য !!! রাজ্যের শিক্ষামন্ত্রী “বিধিবদ্ধ সতর্কীকরণ “করেই দায় সারছেন।এ কুনাট্য বন্ধ হোক ও শাস্তির আশায় সাধারণ মানুষ।
Comment here