প্রদীপ সাঁতরা :- ২০০৮ সালে বাইপাসের ধরে পথ চলা শুরু করেছিল মানি স্কোয়ার শপিংমল।আজ নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলার পর ১০ বছর পূর্ন করল মানি স্কোয়ার। ইয়ং জেনারেশনের অন্যতম জনপ্রিয় এই ‘হ্যাংআউট প্লেস’ তাদের ১০ বছর পূর্তিতে আয়োজন করেছে বিভিন্ন স্বাদের নানা অনুষ্ঠান। ১৫০ পাউন্ডের সুবিশাল কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন বলিউডখ্যাত গায়ক বিনোদ রাঠোর। মানি স্কোয়ারের গ্রাউন্ড ফ্লোর অ্যাটরয়ামে এই কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানি গ্রুপের সিইও সন্জ্ঞয় ঝুনঝুনওয়ালা। সপ্তাহ জুড়ে ইনডোর অ্যাক্টিভিটি,নানা গেম,ম্যাজিক শো,গল্প বলার সেশন,টকিং পডলের অনুষ্ঠানের মধ্য দিয়ে জমজমাটভাবে সেলিব্রেট করা হবে মানি স্কোয়ারের ১০ বছর পূর্তি।
পৃথ্বীরাজ গাঙ্গুলী ( অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার ,মল অপারেশনস,মানি গ্রুপ) জানান ” ২০০৮ সালে যখন প্রথম আমরা পথ চলা শুরু করি তখন থেকেই শপিং,খাওয়া দাওয়া সবমিলিয়ে এই মলকে আমরা ফ্যামিলি মল হিসাবে তুলে ধরার চেষ্টা করেছি। শেষ ১২ মাসে বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ড ডব্লু,বিবা,ফ্যাব ইন্ডিয়া,অ্যারো,অ্যালেন সোলি,ভ্যান হিউসেন,উইএস পোলো অ্যাসোসিয়েশান,১০৯এফ,ইনক৫ তাদের আউটলেট খুলেছে। ফুড কোর্টে নতুন আউটলেট খুলেছে ওয়াও মোমো,তাদের চকলেট মোমো বেশ জনপ্রিয় হয়েছে। কেভেন্টারের জুস,সেক এই গরমে সুপার হিট।’ক্রাশ ইউ’য়ের গোলার স্বাদ আপনাকে আপনার ছোটবেলার কথা অবশ্যই মনে করাবে”।
মানি স্কোয়ারে ১০ বছর পূর্তিতে জমজমাট সেলিব্রেশান

Comment here