জেলাদেশরাজ্য

মাধ্যমিকে প্রথম পূর্ব মেদিনীপুরের সৌগত দাস…..

প্রকাশিত হলো চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সাংবাদিক বৈঠকে কৃতি ছাত্রছাত্রীর নাম ঘোষণা করে। সকাল ১০টার পর ওয়েবসাইটগুলিতে দেখা যাবে ফলাফল। পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট wbbse.org।

এবছর কলকাতায় সাফল্যের হার ৯২.১৩ শতাংশ। ৭০০ নম্বরের মধ্যে ৬৯৪ পেয়ে প্রথম স্থান দখল করেছেন মহম্বদপুর দেশপ্রাণ বিদ্যাপিঠের সৌগত দাস (পূর্ব মেদিনীপুর)। যৌথভাবে দ্বিতীয় স্থান পেয়েছেন শ্রেয়সী পাল ও দেবস্মিতা সাহা। তাদের প্রাপ্ত নম্বর ৬৯১। তৃতীয় স্থান দখল করেছেন রায়গঞ্জ গার্লস হাইস্কুল ক্যামেলিয়া রায় ও ব্রতিন মন্ডল। তার প্রাপ্ত নম্বর ৬৮৯।

এবছর ভিন্নভাবে সক্ষম যাঁরা তাঁদের পাশের হার ৯৪.৫৯ শতাংশ। আগের বছর পরীক্ষা বাতিল হয়েছিল ১৭ জনের। চলতি বছর বাতিল হয়েছে ৭৩ জন। মাধ্যমিকে রেজিস্ট্রেশন করেছিল ১০লক্ষ ৬৬হাজার ১৭৫জন। পূর্বমেদিনীপুরে জেলায় সাফল্যের হার সর্বাধিক, কলকাতা ৯২.১৩ শতাংশ। সংখ্যালঘু সম্প্রদায়ের পরীক্ষার্থী ১লক্ষ ৭১হাজার ৬৭৯ জন। এবছর ১২.৫৬ শতাংশ ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

Comment here