উজ্জ্বল ভট্টাচার্য, ইং ২১শে মে, ২০১৯, শিলিগুড়ি :- সোমবার সকালে মহানন্দা নদীতে ডুবে যাওয়া কিশোরীর
মৃতদেহ উদ্ধার হলো মঙ্গলবার সকালে । মহানন্দা নদীতে স্নান করতে নেমে নদীর জলে অল্পের জন্য প্রানে বাচলো একই পরিবারের দুইজনের, কিন্তু মৃত্যু হলো ঐ পরিবারেরই পঞ্চম শ্রেণীর এক কিশোরীর । ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির পুলিশ কমিশনারেট এর অন্তর্গত এন জি পি থানা এলাকার উত্তরকন্যা সংলগ্ন কামরাঙ্গাগুড়ি রেলওয়ে ব্রীজের কাছে মহানন্দা নদীতে ।
এ বিষয়ে স্থানীয় মানুষ, মৃতের পরিচিত লোকজন এবং পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল নয়টা নাগাদ শিলিগুড়ি সংলগ্ন শান্তিপাড়া এলাকার বাসিন্দা সেই কিশোরী বাবা সহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মহানন্দায় মৃত এক নিকট আত্মীয়ার ঘাটক্রীয়া কর্ম করতে আসে । তাদের ঘাট ক্রিয়াকর্মের পর তার পরিবারের লোকেদের সাথেই নদীতে স্নান করতে নামে ।
নদীর জলে ঐ কিশোরীর বাবা সহ দুইজন ডুবতে ডুবতে কোনো প্রকারে উপস্থিত মানুষের সাহায্যে প্রানে বেচে যায় । কিন্তু পঞ্চম শ্রেণীর ছাত্রী রিয়া শীল নামক বছর দশেকের ঐ কিশোরী জলে তলিয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ঐ কিশোরীর পরিবারের লোকজন সহ স্থানীয় মানুষ । তারাই প্রথমে উদ্ধারকাজে নামে । খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনে । কিন্তু এই কাজে উদ্ধারকারী দল দেরিতে আসায় দুপুর থেকে প্রায় সন্ধ্যে পর্যন্ত ঐ কিশোরীর কোনো খোঁজ না মেলায় ঐ কিশোরীর পরিচিত লোকজন সহ স্থানীয় কিছু মানুষেরা জাতীয় সড়ক অবরোধ করে বিখোভ দেখাতে থাকেন । পরে পুলিশ এস পরিস্থিতি স্বাভাবিক করে । ডাকা হয় ডুবুরি , ঘটনাস্থলে ছুটে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা । তারা উদ্ধার কাজে নামেন । কিন্তু প্রায় রাত্রি আটটা পর্যন্ত খোঁজ চালিয়েও বাধ্য হয়ে মঙ্গলবার আবার উদ্ধারকাজে বা তল্লাশি চালানো হবে বলে উদ্ধারকারী দলেরকর্মীরা ফিরে যায় । মঙ্গলবার সকালে ঘটনাস্থলের থেকে বেশ কিছুটা দূরে স্থানীয় মানুষজন ঐ কিশোরীর মৃতদেহটি নদীর জলে ভাসতে দেখেন । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃতের পরিবারের লোকেরা, পুলিশ এবং উদ্ধারকারী দলের কর্মীরা । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যায় । এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে ঐ এলাকা সহ মৃত কিশোরীর বাড়ি শান্তিপাড়া এলাকায় ।
Comment here