আজ দুপরে আসানসোলের হিন্দুস্তান পার্কের বাড়ি থেকে উদ্ধার হল মন্ত্রী মলয় ঘটক এর দাদা অসীম ঘটক এর স্ত্রী জয়শ্রী ঘটক ও তার মেয়ে নিলম ঘটক এর মৃতদেহ। এলাকার কাউন্সিলর সপন ব্যানার্জি বলেন উক্ত বাড়িতে তরকারি পৌঁছতে এসে এজাজ নামের এক ব্যাক্তি দুর্গন্ধ পান। দরজায় ধাক্কা দিলেও কেউ দরজা না খুললে তিনি মন্ত্রীর ভাই অভিজিৎ ঘটক যে খবর দেন। এর পর আসানসোল দখহীন থানার পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে দুটি মৃতদেহ উদ্ধার করে। তবে কি কারণে এই ঘটনা তার তদন্তে নেমেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য মন্ত্রী মলয় ঘটক এর দাদা অসীম ঘটক এর মৃত্য হয়েছে প্রায় 2 বছর আগে।
মন্ত্রীর দাদার বাড়ি থেকে জোড়া মৃতদেহ উদ্ধার…………….

Comment here