গৌতম ঘোষ :- নীতি আয়োগের তথ্য আমার কাছে নেই, ফলে সে বিষয়ে আমি কিছু বলবো না। মধ্যগ্রামে পরিবেশ সচেতনতা মেলায় একথা বলেন পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি বলেন আগামী দিনে আশিটি ইলেক্ট্রিক বাস চালানো হবে। এছাড়া ৫৫ টি স্টেশন এবং চারজিং স্টেশন প্রস্তুত করা হবে। যেখানে সরকারী ও বেসরকারি গাড়ি চার্জিংয়ের ব্যাবস্থা থাকবে। অবাঞ্চিত জলাশয় ও নির্গমিত জল যা পরিবেশ কে দূষিত করছে সে সম্পর্কে দূষণ নিয়ন্ত্রণ কন্ট্রোল পর্ষদের কাছে সরাসরি অভিযোগ জানাতে বলেন মন্ত্রী। প্রসঙ্গত মধ্যমগ্রাম পৌরসভা কে মডেল পৌরসভা করার ঘোষণা করেন মন্ত্রী শুভেন্দু অধিকারী।
মধ্যমগ্রাম পৌরসভা কে মডেল পৌরসভা ঘোষণা। মন্ত্রী শুভেন্দু অধিকারী।

Comment here