মঙ্গলবার একদিনের সফরে শিলিগুড়িতে এসে প্রশাসনিক বৈঠক করে ফিরে গেলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। শিলিগুড়িতে রাজ্যপালের ডাকা বৈঠকে স্থানীয় প্রশাসনিক কর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। ফিরে যাওয়ার আগে তিনি বলে গেলেন রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে আমি এখানে এসেছি।আমি রুদ্ধদ্বার বৈঠকে অভ্যস্ত নই- আগামীতে প্রত্যেকটি জেলাতেই যাব।মঙ্গলবার সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌছান এবং সেখান থেকে দুপুরে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দান করেন। বিকেলে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে স্থানীয় জেলাশাসক,সাংসদ, বিধায়ক,শিলিগুড়ির মেয়র ও শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতির সঙ্গে বৈঠকে রাজ্যপাল নিজেই বসবেন বলে আগে থেকেই ঠিক করছিলেন। এদিন রাজ্যপালের ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন-দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত, কংগ্রেসের মাটিগাড়া, নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার এবং সিপিএমের শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য প্রমুখ ।
কিন্তু এদিনের এই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন দার্জিলিং এর জেলাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনার সহ প্রশাসনিক শীর্ষ কর্তারা ।
রাজ্যপাল এদিন ক্ষোভ প্রকাশ করে আক্ষেপের সুরে বলেন, সবাই হয়তো একসঙ্গে ব্যস্ত। প্রশাসনিক কর্তারা থাকলে ভালো হতো ।
এদিন তিনি আশা প্রকাশ করে বলেন যে- ভবিষ্যতেও তিনি যখন আবার বৈঠক করবেন সেইসময় সকলেই সেখানে যোগ দেবেন এটাই আশা করবো।।
বিকেলে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউজে আয়োজিত সাংবাদিক বৈঠকে বলেন ‘আমি কপিবুক রাজ্যপাল। কিন্তু আমি কাজ কী ভাবে করব, সেটা আমার বিষয় ।
মঙ্গলবারই বিকেলে কলকাতায় ফিরে যান রাজ্যপাল ।
Comment here