গুরু শিষ্য ভোটের লড়াই এ এই প্রথম বার প্রচারে মুখোমুখি দুই পার্থী। বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেসের পার্থী অধীর চৌধুরী ও ওই লোকসভা কেন্দ্রের তৃণমূল পার্থী অপূর্ব সরকার । এবারে লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্র সাধারণ মানুষের আলোচনার মুখ্য। আজ সকালে কান্দি ব্লকের রনগ্রাম ব্রিজ থেকে প্রচার শুরু করেন অধীর চৌধুরী অন্যদিকে পুরন্দরপুর থেকে প্রচার শুরু করেন তৃণমূল পার্থী অপূর্ব সরকার বাগআছরা গ্রামে মুখোমুখি হয় দুই পার্থী দুজনের হুড খোলা গাড়ি সঙ্গে দুই দলের বাইক মিছিল। মুখোমুখি হলেও কেউ কারোর দিকে সৌজন্য বিনিময় করেন নি। দুই দলের কর্মীরা নিজেদের পার্থীর নামে শ্লোগান দিতে থাকে। দুই পার্থীর প্রচার গাড়ি এগিয়ে যায় হিজলের দিকে। এখন শুধু সময়ের অপেক্ষা কে কাকে পরাজিত করে।
Comment here