জেলারাজ্যলোকসভা ভোট ২০১৯

ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়েও, দিতে পারলেন না নিজের ভোট

উজ্জ্বল ভট্টাচার্য, ইং ১৮ ই এপ্রিল, ২০১৯ :- নিজের ভোট নিজে দিতে না পারায় অভিযোগ ছাপ্পা ভোট – এর। বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের নির্বাচনের দিন এঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে। অপরদিকে একই রকম আরও একটি ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে শিলিগুড়ির সংলগ্ন বাগডোগরার নিকটবর্তি ভুজিয়াপানি এলাকায়।এই দুটি ক্ষেত্রে দুজনেই মহিলা।
বৃহস্পতিবার এবিষয়ে ঐ দুই মহিলা এবং স্থানীয় মানুষ সুত্রে জানা যায়, প্রথম মহিলার নাম ববিতা গুপ্তা, তিনি শিলিগুড়ির প্রধাননগর এলাকার স্থানীয় বাসিন্দা। ববিতা গুপ্তা বলেন, তিনি এদিন তাদের ভোটকেন্দ্র শিলিগুড়ির প্রধাননগরের মার্গারেট স্কুলে ভোট দেওয়ার জন্য যান। সেখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে যখন ভোট দিতে গিয়ে জানতে পারেন তার ভোট দেওয়া হয়ে গেছে। ববিতা গুপ্তার অভিযোগ তিনি ভোট দিলেনই না তা হলে কি ভাবে এটি হলো বা কে দিলো তার ভোট ? এ ঘটনার ফলে ঐ এলাকার স্থানীয় রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে বেশ কিছুক্ষণ একে অপরের বিরুদ্ধে দোষারোপ চলে ।
একই ভাবে একই রকম ঘটনা ঘটেছে বলে জানা যায়, শিলিগুড়ির সংলগ্ন বাগডোগরার নিকটবর্তি ভুজিয়াপানি এলাকায়। সেখানে দ্বিতীয় ঘটনার অভিযোগকারী মহিলার নাম সাধনা সিং। সাধনা সিং এবং তার আত্মীয় – পরিচিতদের অভিযোগ, সাধনা সিং এদিন তার ভোটকেন্দ্র ভুজিয়াপানি সংলগ্ন পান্থাবাড়ি জুনিয়র বেসিক স্কুলে ভোট দিতে গিয়ে জানতে পারেন তার ভোট অন্য কোনো দিয়ে দিয়েছে। এই ছাপ্পাভোটের ফলে সাধনা সিং নিজে নিজের ভোট দিতে গিয়েও ভোট দিতে পারেন নি। তাদের সবার একই অভিযোগ তাহলে কে দিলো তার ভোট? অভিযোগকারিদের প্রশ্ন, এবিষয়ে নির্বাচন দপ্তর বা নির্বাচন কমিশন এবং স্থানীয় পুলিশ -প্রশাসন কি পদক্ষেপ নেয় তারই অপেক্ষায় আছেন তারা। এ নিয়ে এদিন রাজনৈতিক চাপান উতর চলে রাজ্যের ঐ এলাকার কিছু স্থানীয় শাসক ও বিরোধী দলের রাজনৈতিক কর্মী -সমর্থকদের মধ্যে।

Comment here