প্রদীপ সাঁতরা :- আচার্য্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি’র উদ্যেগে গত সোমবার 26/11/18 প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেলো স্বর্ণ পদক অর্পণ অনুষ্ঠান ও আলোচনা সভা l
আলোচনার বিষয় – “স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও আচার্য দীনেশচন্দ্র সেন” l
স্বর্ণ পদক প্রাপকদের মধ্যে ছিলেন সম্মাননীয় অধ্যাপক ড. শান্তিনাথ চট্টোপাধ্যায় ( প্রতিষ্ঠাতা সভাপতি ISISAR, এবং ICHFR এর উপদেষ্ঠা l
এছাড়া স্বর্ণ পদক লাভ করলেন মাননীয়া অধ্যাপক ড. শিরীন আখতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহ উপাচার্য মহাশয়া অনুষ্ঠানে উপস্থিত
থেকে পদক প্রদান করেন সম্মাননীয় প্রাক্তন প্রধান বিচারপতি শ্রী চিত্ততোষ মুখার্জী মহাশয় , উপস্থিত ছিলেন ভাষাবিদ , শিক্ষাবিদ , অধ্যাপক ড. পবিত্র সরকার মহাশয় l এরকম একটি অনুষ্ঠানে ICHFR এর পক্ষ থেকে সংগঠনের foundar তথা জেনেরাল সম্পাদক সংগ্রাম মিত্র আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছিলেন।. দুই পদক প্রাপকের প্রতি অনেক অনেক শ্রদ্ধা অভিনন্দন I
Comment here