জেলাদেশরাজ্য

ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের সাথে ৫০০ মানুষ…..

গৌতম ঘোষ :- কলকাতায় ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের অফিসে সারা বাংলা থেকে ৫০০ মানুষ যোগদান করলেন।বামফ্রন্ট,কংগ্রেস তৃণমূলের যে সংগঠন ছিল সেই সংগঠনে সাধারণ শ্রমজীবি মানুষরা নিরাপদের অভাব বোধ করতেন সেই মানুষ গুলি আজ মাননীয় প্রধান মন্ত্রী নরেন্দ্র দামোদর মোদির অনুপ্রেরণায় এই ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নে যোগ দিলেন সাধারণ সম্পাদক বৈদ্য দে মহাশয়ের হাত ধরে।উপস্থিত ছিলেন ভারতীয় জননা মজদুর ট্রেড ইউনিয়নের সাধন তালুকদার,মহারাজ নওল কিশোর, কৈলাস জী, সুভদ্রা চক্রবর্তী,আভা চক্রবর্তী,মৌমিতা সরকার,কাশীনাথ এছাড়াও সদস্য বৃন্দ ও আরো অনেকে।এই দিন আগামী দিনগুলোতে বাংলার ঘরে ঘরে শ্রমজীবি মানুষের সাথে থেকে সংঘবদ্ধ হয়ে কাজ করার শপথ গ্রহণ করলেন সকলে।।

Comment here