লোকসভা ভোটের পর রাজ্যে রাজনৈতিক হানাহানির সংখ্যা যেন ক্রমশ বেড়েই চলছে। উত্তর ২৪ পরগনার ভাটপাড়া, সন্দেশখালির পর এ বার রাজনৈতিক সংঘর্ষে মৃত্যুর ঘটনা ঘটে গেল পূর্ব বর্ধমানের গলসিতে। নিহতের পরিবার এবং শাসক দলের অভিযোগ, বিজেপি পরিকল্পিত ভাবে খুন করেছে ওই তৃণমূল কর্মীকে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।
ঘটনায় প্রকাশ সোমবার রাত ১০ নাগাদ ঘটে ওই হামলা। নিহতের নাম জয়দেব রায়। তিনি এলাকায় তৃণমূলকর্মী হিসাবে পরিচিত ছিলেন বলে দাবি শাসক দলের। ওই সময় খানা জংশন স্টেশন থেকে আরও তিন জনের সঙ্গে কাজ সেরে ফিরছিলেন কলমিস্ত্রি জয়দেব। আচমকা পথিমধ্যে কলাবাগান মাঠের কাছে এক দল দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ।
জয়দেব-সহ চার জনের উপর বাঁশ-লাঠি-টাঙি নিয়ে হামলা চলে। আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজে ভরতি করা হয়। বাকি তিন জন বর্তমানে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভরতি।
নিহতের পরিবার এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, পূর্বপরিকল্পিত ভাবেই খুন করা হয়েছে জয়দেবকে। তাঁদের কাজ থেকে বাড়ি ফেরার সময়টাকেই ব্যবহার করে এই ঘটনা বিজেপি ঘটিয়েছে।
তবে স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছে, এলাকায় রাজ্যের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের চরম ফল এই খুন। এর সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই।
প্রসঙ্গত, গত শনিবার পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে নিহত হয়েছেন দুই দলের তিন কর্মী।
Comment here