জাতীয় সড়কের পাশে ব্যাঙ্কের এটিএম-এর ভল্ট ভেঙে লুঠ করে প্রায় ১২ লক্ষাধিক টাকা নিয়ে রাতের অন্ধকারে পালালো দুস্কৃতীরা। এ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত শিলিগুড়ি সংলগ্ন জটিয়াখালি এলাকায় । এ ঘটনায় শুক্রবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায় । পুরো ঘটনায় তদন্ত করছে পুলিশ এবং পাশাপাশি ঠিক কত টাকা লুঠ করে পালিয়েছে দুষ্কৃতীরা তাও খতিয়ে দেখছে পুলিশ।
এ বিষয়ে পুলিশ এবং স্থানীয় মানুষ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি সংলগ্ন জটিয়াখালি এলাকায় শিলিগুড়ি- জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম-এর ভল্ট ভেঙে লুঠ করে দুষ্কৃতীরা । শুক্রবার সকালে স্থানীয় মানুষ ঐ এটিএম এর সামনে একটি বাক্স এবং কিছু টাকা পড়ে থাকতে দেখেন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং ঐ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মকর্তা ও কর্মীরা । তারা দেখতে পান এটিএম-এর ভল্ট ভেঙে লুঠ করে পালিয়েছে দুষ্কৃতীরা । আরও দেখতে পান সিসি টিভি ক্যামেরাতেও কালো রঙ করে দেওয়া হয়েছে ।
ডাকা হয় দায়িত্বপ্রাপ্ত সিসি টিভি ক্যামেরার টেকনিসিয়ানদের । প্রাথমিকভাবে জানা যায় প্রায় ১২ লক্ষাধিক টাকা লুঠ করেছে দুষ্কৃতীরা । তবে প্রতিদিন রাতে এই এলাকায় পুলিশি টহল দেওয়া হয় । বৃহস্পতিবার রাতেও দেওয়া হয়েছিল ।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন , শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর ডেপুটি পুলিশ কমিশনার (জোন ১) ইন্দিরা মুখার্জি সহ অন্যান্য পুলিশ কর্তব্যরত নিউ জলপাইগুড়ি থানার পুলিশ আধিকারিকেরা ও কর্মীরা । শুক্রবার এ বিষয়ে ডেপুটি পুলিশ কমিশনার (জোন ১) ইন্দিরা মুখার্জি সাংবাদিকদের বলেন, ‘সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি এটিএম আছে জটিয়াখালি মোড় এলাকায় । এদিন সকাল দশটা নাগাদ ওখানকার ব্যাঙ্ক ম্যানেজার পুলিশে খবর দেন যে ওখানকার এটিএম কাটা অবস্থায় পাওয়া গেছে। এখনো কত টাকা তা জানার চেষ্টা করা হচ্ছে । পুরো বিষয়টির তদন্ত চলছে’ ।
অন্যদিকে শিলিগুড়ি এবং শিলিগুড়ির পাশ্ববর্তী এলাকায় দুষ্কৃতীমূলক নানান্ ঘটনা ঘটার কারণে পুজোর আগে আরও পুলিশি নজরদারি বাড়ানোর কথা বলেন স্থানীয় অধিকাংশ সাধারণ মানুষ ।
ব্যাঙ্কের এটিএম -এর ভল্ট ভেঙে লুঠ প্রায় ১২ লক্ষাধিক টাকা…

Comment here