জেলাদেশবিনোদনরাজ্য

বুধবার ২৯মে শিলিগুড়িতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো এভারেস্ট দিবস…

উজ্জ্বল ভট্টাচার্য শিলিগুড়ি: বুধবার ২৯মে শিলিগুড়িতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো এভারেস্ট দিবস- সকালে শিলিগুড়ির দার্জিলিং মোড়ে তেনজিং নোরগের মূর্তির পাদদেশে হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ)-এর উদ্যোগে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের সহায়তায় আজ মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। তেনজিং নোরগের মূর্তি – তে প্রথমে যথাযোগ্য কমর্যাদায় সাথে শ্রদ্ধা জ্ঞাপন ও মাল্যদানের পর এই দিনটি নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। ন্যাফের পক্ষ থেকে এদিন এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিলো।এদিনের এই অনুষ্ঠানে ন্যাফের পক্ষ থেকে অনিমেষ বসু, প্রদীপ নাথ প্রমুখ সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। অনিমেষ বসু সহ ন্যাফের- অন্যান্য কর্মকর্তাসহ সদস্যরা এবং অন্যান্য বহু ব্যক্তিরা এই দিন তেনজিং নরগেকে ভারতরত্ন দেওয়ার জোরালো দাবিও করেন অনিমেষ বসু ক্ষোভের সাথে বলেন তেনজিং নোরগে -কে ভারতরত্ন সম্মান দেওয়ার
বিষয়ে অবিলম্বে রাজ্য বা কেন্দ্র সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা। তিনি সহ উপস্থিত আরও অনেকে ব্যক্তিরা বলেন তাদের এই দাবি বহু দিনের এখনও কেন মেনে নেওয়া হলো না তার জন্য ক্ষোভ প্রকাশও করেন আজ।।

Comment here