জেলাদেশরাজ্য

বিদ্যালয়ে পাঠক্রমিক শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশও অত্যন্ত জরুরী…

শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশও অত্যন্ত জরুরী, এই বিষয়ে সক্রিয় ভূমিকা গ্রহণ করল হুগলি জেলার শতাব্দী প্রাচীন বিদ্যালয় বৈদ্যবাটি বনমালী মুখার্জী ইনস্টিটিউশন।

পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যান দপ্তরের অর্থানুকূল্যে এবং স্থানীয় বিধায়ক আব্দুল মান্নানের সক্রিয় সহযোগিতায় আজ বিদ্যালয়ে একটি সুসজ্জিত অত্যাধুনিক মাল্টিজিম এর শুভ উদ্বোধন হল। সেই সঙ্গে বিদ্যালয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ছাত্রদের জন্য উন্নত প্রযুক্তি সম্পন্ন স্মার্ট ক্লাস এর শুভ সূচনা হল।আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক আব্দুল মান্নান ,স্থানীয় পৌর সদস্যা উজ্জ্বলা ঘোষ প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় অমরনাথ ঘোষাল বলেন “এই স্মার্ট ক্লাস এর মাধ্যমে একদিকে যেমন বিদ্যালয়ের পঠন -পাঠন আরো উন্নত মানের হবে,সেই সঙ্গে মাল্টিজিমে ছাত্ররা নিয়মিত শরীর চর্চার সুযোগ পাবে । সব মিলিয়ে বিদ্যালয় তাঁদের কাছে বেশি করে আকর্ষণীয় হবে।

Comment here