কয়েকদিন আগেই হুগলীর চুঁচুড়ার বাণী মন্দির স্কুলে মিড ডে মিল নিয়ে চূড়ান্ত দুর্নীতি হয়েছিল।শুধুমাত্র ভাত নুন ও লঙ্কা দিয়ে স্কুলের ছাত্রীরা মিড ডে মিল খাচ্ছে।আর এই দুর্নীতির মধ্যেই আগামী কাল জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী।জেলা সফরে আসার আগের দিন উত্তরপাড়া বিধানসভা এলাকার বেশ কয়েকটি মিড ডে মিল স্কুলে সারপ্রাইজ ভিজিট করলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল।তিনি ঘুরে দেখলেন স্কুলের চারপাশ কথা বললেন ছাত্র ছাত্রীদের সাথে বাদ যায় নি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও।স্কুলের ছাত্র দের সাথে পাত পেতে খেতেও বসে গেলেন বিধায়ক প্রবীর ঘোষাল।এক স্কুলের শিক্ষিকা বিধায়ক কে সামনে পেয়ে স্কুলের মিড ডে মিলের রান্না করার ঘর টা একটু বড়ো করার আবদার করে বসলেন।প্রবীর বাবু সেই আবদার রাখার চেষ্টা করবেন বলে জানিয়ে দেন।
বিদ্যালয়ের মিড ডে মিলে দুর্নীতি রুখতে ও নজরদারী রাখতে উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল কোন্নগর রের বিভিন্ন স্কুলে পরিদর্শন করলেন…..

Comment here