দেশরাজ্যলোকসভা ভোট ২০১৯

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে– অমিত শাহ……

কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে সেই ট্রান্সফরমার সরানোর চেষ্টা করবেন না পোল সমেত তুলে ফেলে দিন। নদীয়ার কৃষ্ণনগরে ভোট প্রচারে এসে এই ভাবেই আক্রমন করলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ তৃণমূল কে । আক্রমণ করতে গিয়ে অমিত শাহ আরো বলেন,TMC এর নতুন নামকরন করেন টেরর ম্যানুফ্যাকচারিং কোম্পানী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন MMM মা মাটি মানুষ,কিন্তু এখন সেটা বদলে হয়েছে GGG ঘুষপেঠ গুন্ডারাজ ঘুষখোরী।এদিন NRC নিয়েও তৃণমূলের বিরুদ্ধে অমিত শাহ বলেন সব ধর্মের যে সব মানুষ শরণার্থী তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিকত্ব বিল আনার কাজ বিজেপি করতে গিয়েছিল।কিন্তু সেই কাজ করতে দেয়নি তৃণমূল।যারা বাংলায় অবৈধ অনুপ্রবেশকারী তাদের যদি চিহ্নিত করার কাজ হয়,তাতে শরণার্থীদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।তাই আগে নাগরিকত্ব বিল আসবে,তার পর NRC এর মাধ্যমে অনুপ্রবেশকারীদের বেছে নিয়ে ভারত থেকে বেরকরা হবে।

https://www.youtube.com/watch?v=9cK_gsQcJdg&t=18s

Comment here