জেলাদেশরাজ্য

বারাসাতের কাউন্সিলার কাটমানির টাকা নিয়ে পলাতক…

বারাসাত ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রিনা অধিকারীর বাড়িতে এলাকার প্রায় ৩০০ মানুষ কাটমানির টাকা আদায়ের জন্য সকাল বেলাতেই হাজির হোন।বহু দিন ধরেই উনি বাড়ির বাইরে পালিয়ে থাকছেন বলে এলাকার মানুষ দাবি করেন প্রধান মন্ত্রী যোজনা ও নানা রকম চাকরি,কাজ কর্ম করিয়ে দেবেন বলে এলাকা ও এলাকার বাহিরের মানুষদের থেকে বহু টাকা তুলেছেন বলে অভিযোগ জানান মানুষজন। কিন্তু মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন সাধারণ মানুষদের উদ্দ্যেশে বলেন কোনো টাকা কোন কাটমানি কাউকে দেবেন না এই ঘোষণার পর থেকেই সাধারণ মানুষ যে সমস্ত কাউন্সিলার এই রকম টাকা নিয়ে আত্মসাদ করেছেন চারিদিকে তাদের কাছ থেকে টাকা আদায়ের দাবিতে সোচ্চার হচ্ছেন।আজ এই বারাসতের ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রিনা অধিকারীও একই পথের পথিক ও আজ বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন এই অভিযোগেই সোচ্চার সাধারণ মানুষ।।

Comment here