গৌতম ঘোষ :- উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুলিশ গত সোমবার গোপন সূত্রে খবর পেয়ে বাদল বিশ্বাস, সত্য মণ্ডল, রহিম তরফদার ,পল্লাদ মন্ডল নামে ৪ ডাকাত কে গ্রেফতার করে। তাদের নিয়ে গতকাল ডাকাতির ঘটনার পুনঃ নির্মাণ করে বাগদা থানার পুলিশ। গতকাল রাতে ৪ ডাকাতকে নিয়ে ডাকাতি করা জিনিসপত্র উদ্ধারের কাজে নামে পুলিশ। নানা জায়গায় হানা দিয়ে উদ্ধার হয় আড়াই ভরি সোনা ও ৫০ গ্রাম রুপো। ২ টি সোনার চেন , দুই জোড়া শাখা বাঁধানো তিন জোড়া কানের দুল ,একটি আংটি ও রুপোর চেন উদ্ধার করে বাগদা থানার পুলিশ। ধৃত ৪ ডাকাতকে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ।
Comment here