জেলাদেশরাজ্য

“বঙ্গীয় ভাষা সেতু” র এক অনবদ্য প্রচেষ্টা রূপায়িত হল 2রা জুন রবিবার চন্দননগর পঞ্চাননতলায় কবিতা ও গীতের মাধ্যমে ।

“বঙ্গীয় ভাষা সেতু” র এক অনবদ্য প্রচেষ্টা রূপায়িত হল 2রা জুন রবিবার চন্দননগর পঞ্চাননতলায় কবিতা ও গীতের মাধ্যমে । বাড়তি পাওনা ছিল অনুগল্প । সংস্থার কর্ণধার মুরলী চৌধুরী ও নিশীথ সিংহরায় মহাশয়ের যৌথ নিবেদনে স্বরচিত কবিতা ও গীতের ডালি নিয়ে উপস্থিত ছিলেন কবি শান্তা কর রায়, মাধুরী বসু সাহা, কল্যাণী মন্ডল, কঙ্কণা সেন, ডাঃ শিশির সাহা, প্রতিভা সিংহ রায়, অনিন্দিতা সিংহ রায়, রতন সেন, অনিন্দি সুন্দর সিংহ রায় । এছাড়া অণুগল্প পাঠ করেন অজিত মুখোপাধ্যায় এবং রবীন্দ্র সঙ্গীত ও আধুনিক গানে অঞ্জন মুখার্জির  পরিবেশন ছিল মনোগ্রাহী। বাংলা ও হিন্দী ভাষার চর্চা ও মননে বঙ্গীয় ভাষা সেতু এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

Comment here