প্রাচীন শহর চন্দননগরের প্রাচীন ঐতিহ্যের অন্যতম নিদর্শন , তার সাক্ষী , আমাদের সুখদেব সিং রোডের উপরেই অবস্থিত চৌ মাথার মোড়ে জোড়া শিব মন্দির , যে জায়গা বর্তমানে ঊর্দিবাজার নামে পরিচিত ।
এই জোড়া শিব মন্দির এক জলজ্যান্ত সাক্ষী চন্দননগরের সম্পূর্ণ ইতিহাসের , প্রায় 300 বছর পূর্বে নির্মিত এই মন্দিরের বর্তমান অবস্থা খুবই শোচনীয় , জর্জর । ভোলে বাবার চাহিদা নেই , তাই ভক্তরাও বাবাকে ভুলে গেছে , এযাবৎ কাল শুধু জঙ্গলাকীর্ণ সাপেদের আবাস স্থল হয়ে পড়ে ছিল , তবে বর্তমানে ভোলে বাবার ইচ্ছায় আবার মন্দির সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে ।
যখন ঊর্দিবাজার নামটাই কেউ শোনেনি , বা তারও পূর্বে যখন ফরাসী নাট্যকার তার শিল্প উপস্থাপনা করছেন চন্দননগর এরই কোনো রঙ্গমঞ্চে , বা যখন বিপ্লবী মাখনলাল এক অসম যুদ্ধে সম্মুখ সমরে পুলিশের বিরুদ্ধে লড়ছেন ও পুলিশের গুলি তে মৃত্যু বরণ করছেন বা যখন রাসবিহারী বসু বা কানাইলাল দত্ত জন্মগ্রহণ করছেন সেই সব ইতিহাসের সাক্ষী আমাদের এই জোড়া শিব মন্দির ।
কালের প্রভাবে যে মন্দির আজ জঙ্গলাকীর্ণ , ভগ্নাবশেষ অবশিষ্ট , তাকে পুনরায় ভক্তাকির্ণ করতে , যেখানে মন্দৃত হবে মহাদেবের বিভিন্ন মন্ত্র , পুনরায় বেজে উঠবে ড ম ড ম ডমরুর অম্বর নাদ । সেই স্বপ্ন কে বাস্তবায়িত করতে সমাজের বিশিষ্ট নাগরিকদের এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করার অনুরোধ রাখা হচ্ছে , যাতে অতীতের নিদর্শন বর্তমানের হাত ধরে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে ।
Comment here