পূর্ব মেদিনীপুর এর রামপুর এর বিবেকান্দ মিশন মেদিনীপুর এর মানুষদের কাছে খুবই পরিচিত নাম চোখের হাসপাতালের জন্যে । কিন্তু এই প্রতিষ্ঠানের সাথে ও রয়েছে একটি বেসরকারি মাধ্যামিক শিক্ষা প্রতিষ্ঠান অ একটি সরকারি অনুদান প্রাপ্ত দৃষ্টিহীন স্কুল । প্রায় প্রতি বছরই ভাল ফলাফল হয়ে থাকে এই স্কুলের । এ বছর ও তার ব্যাতিক্রম হয়নি । ৮৯ জন এ বছর বসেছিল পরীক্ষায় যাদের মধ্যে ৭৬ জন স্টার মার্কস নিয়ে উত্তির্ন হয়েছে এবং বাকিরা প্রথম বিভাগে পাশ করেছে । সর্বচ্চ নম্বর ৬৭৮ পেয়ে পশ্চিমবঙ্গে তেরো নম্বর স্থান পেয়েছে নভোদ্বীপ মন্ডল এবং দৃষ্টিহীন বিভাগে সর্বচ্চ নম্বর ৬৬৮ । এই স্কুলের আধিকারীক দের মতে ” ধারাবাহিক ভাবে আমরা ভালো ফল করে থাকি । ২০১০ থেকে ২০১২ এই তিন বছরে আমাদের সকল ছাত্রই স্টার নম্বর নিয়ে পাশ করেছে এবং ২০১৩ সালে আমাদের স্কুল থেকে পশ্চিমবঙ্গে নবম স্থান পেয়েছিলর। আমাদের নিয়মানুবর্তিতা এবং স্বামীজির আদর্শ ছাত্র দের অনুপ্রানিত করে” । এই প্রতিষ্ঠানের এর প্রতিষ্ঠাতা স্বামী বিশ্বনাথানন্দজী তার সেবা মূলক কাজের জন্যে রাষ্ট্রপতি পুরস্কারে পুরস্কৃত ।
পূর্ব মেদিনীপুর এর বিবেকানন্দ মিশন আশ্রমের দৃষ্টি হীন পরীক্ষার্থীদের ধারাবাহিক ভাবে নজর কাড়া রেজাল্ট………

Comment here