আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে নিউব্যরাকপুর পুলিশ কমিশনার নিউবারাকপুর থানার উদ্যোগে আজ বিকালে থানা প্রাঙ্গণ থেকে এক বণার্ঢ্য জনসচেতনতা পদযাত্রা এলাকায় পরিক্রমা করে মানুষদের মাদক বিরোধীর বিরুদ্ধে সচেতন করেন। বিলকান্দা ১নং ও ২নং গ্রাম পঞ্চায়েত তালবান্দা হেমন্তনগর নবকামারগাতি কলোনী পশ্চিম মাসুন্দা থেকে বুড়ীর সাজিরহাটে পযন্ত পদযাত্রা শেষ হয়। স্হানীয়, কলোনী বয়েজ হাই স্কুল,বিভিন্ন ক্লাব সংগঠনের প্রতিনিধি,থানার সিভিক ভলেন্টিয়ার,লেডি কনস্টেবল,এ এস আই,এস আইরা সকলে পদযাত্রায় অংশগ্রহণ করেন। মাদক জাত দ্রব্য সেবন থেকে বিরত থাকতে ও সুস্হ সমাজ গঠনের বার্তা দেওয়া হয়। থানার ওসি হিমাদ্রি ডোগরা জানান ব্যরাকপুর পুলিশ কমিশনারেটের নির্দেশে বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে নিউ বারাকপুর থানার আয়োজনে এই জনসচেতনতা পদযাত্রা। মাদক সেবন থেকে বিরত থাকতে সুস্হ সমাজ গঠনের লক্ষ্যে এই সচেতনতা। অটো মাইক প্রচারের পাশাপাশি ড্রাগের নেশা সর্বনাশা এই সকল নেশা থেকে দুরে থাকুন প্লাকার্ডে বার্তা দেওয়া হয় আজ নিউবারাকপুর থানার পক্ষ থেকে। রাস্তাঘাটে পথচলতি সাধারন মানুষেরাও এগিয়ে ত্রসে পদযাত্রায় সামিল হন আজ।।
পুলিশের জনসচেতনতা পদযাত্রা নিউব্যারাকপুরে…

Comment here