বুধবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটলো কলকাতার পার্ক সার্কাস এলাকায়। পার্ক সার্কাস রেল লাইনের ধারে রাইফেল রেঞ্জ রোডে বিধ্বংসী আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন। যুদ্ধকালীন তত্পরতায় চলছে আগুন নেভানোর কাজ।
আগুনের জেরে বন্ধ শিয়ালদা দক্ষিণে ট্রেন চলাচল। জানা গিয়েছে, একটি বাঁশ ও প্লাইউডের দোকানে আগুন লাগে। দোকানে দাহ্য বস্তু মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে সেই আগুন। পর পর বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় ৫টি দোকান আগুনের গ্রাসে বলে জানা গিয়েছে।
Comment here