রাজ্য

পহেলগাঁওতে নিহত পরিবারকে সম্মান জ্ঞাপন একুশের মঞ্চে

প্রতিনিধি, মুক্তিযোদ্ধাঃ- পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর বাবা ও মাকে সম্মান জ্ঞাপন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত নদিয়ার সেনা জওয়ান ঝন্টু আলী শেখের বাবাকেও সোমবার হাজির করা হয় ধর্মতলায় একুশের শহীদ মঞ্চে। তাদের প্রত্যেককে সম্মান জ্ঞাপন করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শহীদ মঞ্চে অন্যান্য শহীদদের পাশাপাশি কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত এই দুটি পরিবারের সদস্যদের মঞ্চে হাজির করে তৃণমূল কংগ্রেস। তাদের প্রত্যেকের গলায় উত্তরীয় পরিয়ে শহীদদের প্রতি সম্মান জ্ঞাপন করেন তৃণমূল নেত্রী নিজে।

তাদের পরিচয় সামনে এনে তৃণমূল নেত্রী বলেন, এই দুটি পরিবারকে এদিন হাজির করেন। প্রতিবছরই একুশের মঞ্চে রাজনৈতিক শহীদ পরিবার গুলিকে নিয়ে এসে সম্মান জ্ঞাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে জুলাইয়ে যারা শহীদ হয়েছিল তাদের পরিবারের সদস্যরা যেমন থাকেন, তেমনি অন্যান্য রাজনৈতিক শহীদদেরও হাজির করা হয়।

সেই শহীদ পরিবার গুলি পাশাপাশি একুশের মূল মঞ্চে সামনের সারিতে বসানো হয় পহেলগাঁওতে নিহত বিতান অধিকারীর বৃদ্ধ মা বাবা সহ নদিয়ার নিহত আসেন জওয়ান ঝন্টু আলী শেখের বাবাকে। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে অপারেশন সিঁদুর ও হামলার ঘটনায় রাজনৈতিক তরজা বঙ্গের রাজনৈতিক আঙিনাতে একসময় যথেষ্ট সুর চড়িয়েছিল।কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পর বিতানের স্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভুয়সী প্রশংসা করেছিলেন। একই সঙ্গে তার স্ত্রী জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে সমর্থন করতেন নিহত বিতান অধিকারী। জঙ্গিরা বেছে বেছে হিন্দু দেখে হত্যা করেছিল।

Comment here